অনলাইন ডেস্ক
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিক জামাল খাসোগি হত্যার বিষয়টি উত্থাপন করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ ছাড়া অন্যান্য বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে বলেও জানিয়েছেন জো বাইডেন। আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে জামাল খাসোগিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য সৌদি সরকারকে শুরু থেকেই দোষারোপ করে আসছে মার্কিন গোয়েন্দারা।
শুক্রবারের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, ‘খাসোগি হত্যাকাণ্ডের বিষয়টি আমি সৌদি যুবরাজের সামনে উত্থাপন করেছি। এ হত্যাকাণ্ড নিয়ে আমি কী ভেবেছিলাম এবং এখন কী ভাবছি, সেটাও স্পষ্ট করেছি। আমি সরাসরিই তাঁকে বলেছি যে মানবাধিকার ইস্যুতে একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নীরব থাকার অর্থ হচ্ছে আমি কে বা আমরা কে তা প্রশ্নবিদ্ধ হওয়া। আমি সব সময় আমাদের মূল্যবোধের পক্ষে দাঁড়াব।’
জো বাইডেন আরও বলেছেন, ‘আমি এমন ইঙ্গিত দিয়েছি যে খাসোগি হত্যাকাণ্ডের জন্য তিনি (যুবরাজ) দায়ী বলে মনে করি। তবে যুবরাজ বলেছেন, তিনি এ হত্যাকাণ্ডের জন্য ব্যক্তিগতভাবে দায়ী নন।’
খাসোগি হত্যা প্রসঙ্গ ছাড়াও তেল সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের পর ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান বিবিসিকে বলেছেন, সৌদি আরব বাজারে তেলের সরবরাহ বাড়ালে জীবন বাঁচবে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জ্বালানি ও নিরাপত্তার স্বার্থের কারণে বিশ্বের শীর্ষ তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবকে ‘অস্পৃশ্য’ করে রাখার ধারণা থেকে সরে এসেছেন বাইডেন। তিনি সৌদি যুবরাজের সঙ্গে ‘ফিস্ট বাম্প’ (মুষ্টিবদ্ধ হাতে করমর্দন) করেছেন, যা উষ্ণ সম্পর্কের ইঙ্গিত দেয়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিক জামাল খাসোগি হত্যার বিষয়টি উত্থাপন করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ ছাড়া অন্যান্য বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে বলেও জানিয়েছেন জো বাইডেন। আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে জামাল খাসোগিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য সৌদি সরকারকে শুরু থেকেই দোষারোপ করে আসছে মার্কিন গোয়েন্দারা।
শুক্রবারের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, ‘খাসোগি হত্যাকাণ্ডের বিষয়টি আমি সৌদি যুবরাজের সামনে উত্থাপন করেছি। এ হত্যাকাণ্ড নিয়ে আমি কী ভেবেছিলাম এবং এখন কী ভাবছি, সেটাও স্পষ্ট করেছি। আমি সরাসরিই তাঁকে বলেছি যে মানবাধিকার ইস্যুতে একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নীরব থাকার অর্থ হচ্ছে আমি কে বা আমরা কে তা প্রশ্নবিদ্ধ হওয়া। আমি সব সময় আমাদের মূল্যবোধের পক্ষে দাঁড়াব।’
জো বাইডেন আরও বলেছেন, ‘আমি এমন ইঙ্গিত দিয়েছি যে খাসোগি হত্যাকাণ্ডের জন্য তিনি (যুবরাজ) দায়ী বলে মনে করি। তবে যুবরাজ বলেছেন, তিনি এ হত্যাকাণ্ডের জন্য ব্যক্তিগতভাবে দায়ী নন।’
খাসোগি হত্যা প্রসঙ্গ ছাড়াও তেল সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের পর ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান বিবিসিকে বলেছেন, সৌদি আরব বাজারে তেলের সরবরাহ বাড়ালে জীবন বাঁচবে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জ্বালানি ও নিরাপত্তার স্বার্থের কারণে বিশ্বের শীর্ষ তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবকে ‘অস্পৃশ্য’ করে রাখার ধারণা থেকে সরে এসেছেন বাইডেন। তিনি সৌদি যুবরাজের সঙ্গে ‘ফিস্ট বাম্প’ (মুষ্টিবদ্ধ হাতে করমর্দন) করেছেন, যা উষ্ণ সম্পর্কের ইঙ্গিত দেয়।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
৮ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৯ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
৯ ঘণ্টা আগে