অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল-হামাস চলমান যুদ্ধে মার্কিন সেনাদের ওপর হামলা হলে প্রতিশোধের জন্য ওয়াশিংটন প্রস্তুত। মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, চলমান সংঘর্ষে ইরানের জড়িয়ে যাওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা চড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তিনি। এ রকম অবস্থায় মার্কিন সেনাদের ওপর কোনো হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
ব্লিঙ্কেন বলেন, ‘দরকার হলে আমরা যে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে পারি, সেটা নিশ্চিত করতেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’ তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করতে ইতিমধ্যে বিমানবাহী রণতরি ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম—এমন দুটি অতিরিক্ত সেনাদলও পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকা শাসন করার ইচ্ছে নেই ইসরায়েলের। আর এই তথ্য তিনি ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছেন। তবে তিনি জোর দিয়ে বলেন যে যুদ্ধের শেষে আবার আগের অবস্থায় সবকিছুকে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।
ব্লিঙ্কেন বলেন, ‘আপনি (ইসরায়েল) এমন কোনো অবস্থানে থাকতে পারেন না, যেখানে আপনি গাজা উপত্যকা থেকে ক্রমাগত ভয়ানক সন্ত্রাসী হামলার হুমকির সম্মুখীন হবেন। সুতরাং, হামাস যাতে আর এ রকম সহিংসতা দেখাতে না পারে, সেটা নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে হবে। তবে তারপরও গাজার শাসনব্যবস্থা গ্রহণের দিকে যাবে না ইসরায়েল সরকার। আর, সেটা তারা করতেও চায় না।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গতকাল রোববার ইসরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন বলে জানায় হোয়াইট হাউস। একই দিন পোপ ফ্রান্সিসের সঙ্গেও কথা বলেছেন বাইডেন।
৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ১৭তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে প্রায় সাড়ে চার হাজার মানুষ নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল-হামাস চলমান যুদ্ধে মার্কিন সেনাদের ওপর হামলা হলে প্রতিশোধের জন্য ওয়াশিংটন প্রস্তুত। মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, চলমান সংঘর্ষে ইরানের জড়িয়ে যাওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা চড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তিনি। এ রকম অবস্থায় মার্কিন সেনাদের ওপর কোনো হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
ব্লিঙ্কেন বলেন, ‘দরকার হলে আমরা যে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে পারি, সেটা নিশ্চিত করতেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’ তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করতে ইতিমধ্যে বিমানবাহী রণতরি ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম—এমন দুটি অতিরিক্ত সেনাদলও পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকা শাসন করার ইচ্ছে নেই ইসরায়েলের। আর এই তথ্য তিনি ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছেন। তবে তিনি জোর দিয়ে বলেন যে যুদ্ধের শেষে আবার আগের অবস্থায় সবকিছুকে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।
ব্লিঙ্কেন বলেন, ‘আপনি (ইসরায়েল) এমন কোনো অবস্থানে থাকতে পারেন না, যেখানে আপনি গাজা উপত্যকা থেকে ক্রমাগত ভয়ানক সন্ত্রাসী হামলার হুমকির সম্মুখীন হবেন। সুতরাং, হামাস যাতে আর এ রকম সহিংসতা দেখাতে না পারে, সেটা নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে হবে। তবে তারপরও গাজার শাসনব্যবস্থা গ্রহণের দিকে যাবে না ইসরায়েল সরকার। আর, সেটা তারা করতেও চায় না।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গতকাল রোববার ইসরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন বলে জানায় হোয়াইট হাউস। একই দিন পোপ ফ্রান্সিসের সঙ্গেও কথা বলেছেন বাইডেন।
৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ১৭তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে প্রায় সাড়ে চার হাজার মানুষ নিহত হয়েছে।
চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
৪ ঘণ্টা আগেনরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
৫ ঘণ্টা আগেপ্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
৬ ঘণ্টা আগে