ভারতকে হারানোর রাতে পাকিস্তানিদের বেপরোয়া উদ্‌যাপন, গুলিতে আহত ১২

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ১৬: ২১
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭: ৪১

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মতো আসরে তাহলেতো কথাই নেই। গতকাল রোববার রাতে বিশ্ব টি-টোয়েন্টির আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ভারতকে হারানোর আনন্দটা রাত জেগে উদ্‌যাপন করেছে পাকিস্তানিরা। তবে আনন্দ উৎসব করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দেশটির বৃহত্তম শহর করাচির বিভিন্ন জায়গায় বন্দুকের গুলি ছুড়ে আনন্দ উৎসব করতে গিয়ে আহত হয়েছেন অন্তত এক ডজন মানুষ।

পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও টিভি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

জিও টিভি জানিয়েছে, ওরাঙ্গিতে গুলিতে অন্তত দুজন আহত হয়েছেন। তবে গুলি কোন দিক থেকে এসেছে সেটি জানা যায়নি। এছাড়া নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায় গুলি ছুড়ে আনন্দ উৎসবের খবর পাওয়া গেছে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলিতে আহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক রয়েছেন। তাঁর নাম আব্দুল গনি। তিনি গুলশান-ই-ইকবাল এলাকায় গুলিবিদ্ধ হন।  

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত