অনলাইন ডেস্ক
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর ইমরান খান বিচারপতি গুলজার আহমেদের নাম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদের জন্য প্রস্তাব করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইমরান খান তাঁর দপ্তর থেকে প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, ‘আমি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি।’
এর আগে, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ড. আরিফ আলভি সোমবার প্রধানমন্ত্রী ও সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টের বিরোধীদলীয় নেতার প্রতি এই আহ্বান জানান।
পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইমরান খান ও শাহবাজ শরিফের কাছে পাঠানো চিঠির বরাত দিয়ে দ্য ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির সংবিধানের ২২৪-এ(১) অনুচ্ছেদের আওতায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য একটি চিঠি পাঠিয়েছেন।
দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি গত রোববার সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পরপরই প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই প্রেসিডেন্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ায় পর সংবিধান অনুসারে আগামী ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তবে, দেশটির সম্মিলিত বিরোধী দলের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ জানিয়েছেন, তাঁরা কোনো নাম প্রস্তাব করবেন না।
ইমরান খান সম্পর্কিত পড়ুন:
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর ইমরান খান বিচারপতি গুলজার আহমেদের নাম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদের জন্য প্রস্তাব করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইমরান খান তাঁর দপ্তর থেকে প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, ‘আমি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি।’
এর আগে, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ড. আরিফ আলভি সোমবার প্রধানমন্ত্রী ও সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টের বিরোধীদলীয় নেতার প্রতি এই আহ্বান জানান।
পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইমরান খান ও শাহবাজ শরিফের কাছে পাঠানো চিঠির বরাত দিয়ে দ্য ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির সংবিধানের ২২৪-এ(১) অনুচ্ছেদের আওতায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য একটি চিঠি পাঠিয়েছেন।
দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি গত রোববার সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পরপরই প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই প্রেসিডেন্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ায় পর সংবিধান অনুসারে আগামী ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তবে, দেশটির সম্মিলিত বিরোধী দলের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ জানিয়েছেন, তাঁরা কোনো নাম প্রস্তাব করবেন না।
ইমরান খান সম্পর্কিত পড়ুন:
ওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
৪২ মিনিট আগেসৌদি আরবের রিয়াদে শেষ হয়েছে এবারের ‘ফ্যালকনস ক্লাব মেলা’। বিখ্যাত এই বাজপাখি মেলায় এবার ৬০ লাখ সৌদি রিয়ালের (১৯ কোটি টাকার বেশি) বেচাকেনা হয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
২ ঘণ্টা আগেগত আগস্টে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির অবস্থায় রয়েছে। যার পরিপ্রেক্ষিতে সব কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন। সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়া। এর প্রভাবে ভারতের চিকিৎসা পর্যটন খাতে নেমেছে
৪ ঘণ্টা আগেওই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে কুয়েতি পুলিশ। ওই ব্যক্তির দাবি, ১৯৮৮ সালে এক কুয়েতি নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি নাগরিকত্ব নেন। তিনি নিজেকে কুড়িয়ে পাওয়া শিশু দাবি করেন এবং ওই নারী তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন বলে জানান। তিনি আরও জানান, ওই নারী এখন বেঁচে নেই।
৬ ঘণ্টা আগে