পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৩

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২১, ১৯: ৫৬

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় শুক্রবার ভোরে বিপজ্জনক মোড় নেওয়ার সময় বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৪৮ জন আহত হয়েছেন। খুজদার সিভিল হাসপাতালের মেডিকেল সুপার ইসমাইল বাজোইয়ের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। 

এর আগে খুজদারের ডেপুটি কমিশনার বাশির আহমেদ ১৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ডনকে বলেন, বাসের ১৫ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নয়তো হাসপাতালে নেওয়ার পথে। তিনি আরও বলেন, বাসের যাত্রীরা ওয়াধ শহরে সুফি সাধক আবদুল কাদের নকশবন্দির মাজারে বার্ষিক ওরস থেকে ফিরছিলেন। পথে সিন্ধু প্রদেশের দাদু শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। বাসের ছাদে চড়েও অনেকে ফিরছিলেন। নিহত সবাই সিন্ধু প্রদেশের বাসিন্দা। 

বার্তা সংস্থা এপিকে দুর্ঘটনায় আহত এক যাত্রী বলেন, গাড়ি সাবধানে চালাতে চালককে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। এমনকি গাড়ি চালানোর সময় তিনি গানও শুনছিলেন। এই দুর্ঘটনার জন্য বাসের চালকই দায়ী। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত