অনলাইন ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল করে দেওয়ার অধিকার ডেপুটি স্পিকারের আছে কিনা, তা নিয়ে মঙ্গলবার শুনানি শুরু হয় দেশটির সুপ্রিম কোর্টে। বাদীদের যুক্তিতর্ক শোনার পর দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের মন্তব্য করেন, ‘স্বরাষ্ট্র বা পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করা আমাদের কাজ নয়। ডেপুটি স্পিকারের অনাস্থা ভোট বাতিল করে দেওয়াটা সংবিধান সম্মত হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখাই আমাদের মূল কাজ।’
দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি চলছে। বেঞ্চের বাকি চার সদস্যরা হলেন—বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মুহাম্মদ আলী মাজহার, বিচারপতি মুনিব আকবর এবং বিচারপতি জামাল খান মান্দোখাইল। সকাল ১১টায় শুনানি শুরুর পর প্রথমে যুক্তিতর্ক পেশ করেন পাকিস্তান পিপলস পার্টির সিনেটর ও আইনজীবী রাজা রব্বানি।
রাজা রব্বানি বলেন, ‘সংসদে অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার পর তা বাতিল করার জন্য সাংসদদের ভোটের দরকার হয়। এমনটি না করে ডেপুটি স্পিকার কাসিম খান সুরি একতরফা তা বাতিল করে দিয়েছেন। এটা অবৈধ এবং সংবিধানের অনুচ্ছেদ ৯৫ এর সঙ্গে সাংঘর্ষিক।’
এ অবস্থায় অনাস্থা ভোট নিয়ে সংসদের কার্যবিবরণী পরীক্ষা করে দেখতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানান তিনি।
পাকিস্তান মুসলিম লীগের (শরিফ) আইনজীবী মখদুম আলী খান বলেন, ‘প্রস্তাবিত অনাস্থা ভোট নিয়ে গত ৩১ মার্চ সংসদে আলোচনা হওয়ার কথা ছিল, তা হয়নি। গত রোববার ভোট হওয়ার আগেই সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। তারপরও সে দিন সংসদ শুরুর পর আমাদের আলোচনা করার সুযোগ না দিয়ে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল করে দেওয়া হয়েছে। যা সংবিধান বিরুদ্ধ।’
বাদীদের বক্তব্য শোনার পর অনাস্থা ভোট নিয়ে সংসদের কার্যবিবরণী কোর্টে হাজির করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার দিন সংসদে কত জন সাংসদ উপস্থিতি ছিলেন, তা সুপ্রিম কোর্টকে জানতে হবে।’
পাকিস্তানের সংসদে গত ৮ মার্চ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাব দ্রুত জনপ্রিয় হতে থাকে। গত বুধবার ইমরান খান সরকারের জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক ‘মুত্তাহিদা কাওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ও বেলুচিস্তান আওয়ামী পার্টিও বিরোধী শিবিরে যোগ দেয়। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইমরান খান সরকার। অনাস্থা ভোটে তাঁর পতন অনিবার্য হয়ে ওঠে।
গতকাল রোববার দেশটির জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শুরুর পর তা বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।
এরপর এক টেলিভিশন ভাষণে জনগণকে ধন্যবাদ জানিয়ে ইমরান খান বলেন, ‘বিদেশি সহায়তায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দিতে আমি রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি।’ ইমরান খানের ভাষণের অল্প পরে রাষ্ট্রপতি আরিফ আলভি সংসদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নতুন জাতীয় নির্বাচন দেওয়ার ঘোষণা দেন।
এ অবস্থায় বিরোধীরা সুপ্রিম কোর্টে যান। গত সোমবার শুনানি শুরু হওয়ার পরপরই গতকাল মঙ্গলবার পর্যন্ত তা স্থগিত করা হয়। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন আদালত। বুধবার সকাল ১১টায় শুনানি আবার শুরু হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল করে দেওয়ার অধিকার ডেপুটি স্পিকারের আছে কিনা, তা নিয়ে মঙ্গলবার শুনানি শুরু হয় দেশটির সুপ্রিম কোর্টে। বাদীদের যুক্তিতর্ক শোনার পর দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের মন্তব্য করেন, ‘স্বরাষ্ট্র বা পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করা আমাদের কাজ নয়। ডেপুটি স্পিকারের অনাস্থা ভোট বাতিল করে দেওয়াটা সংবিধান সম্মত হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখাই আমাদের মূল কাজ।’
দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি চলছে। বেঞ্চের বাকি চার সদস্যরা হলেন—বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মুহাম্মদ আলী মাজহার, বিচারপতি মুনিব আকবর এবং বিচারপতি জামাল খান মান্দোখাইল। সকাল ১১টায় শুনানি শুরুর পর প্রথমে যুক্তিতর্ক পেশ করেন পাকিস্তান পিপলস পার্টির সিনেটর ও আইনজীবী রাজা রব্বানি।
রাজা রব্বানি বলেন, ‘সংসদে অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার পর তা বাতিল করার জন্য সাংসদদের ভোটের দরকার হয়। এমনটি না করে ডেপুটি স্পিকার কাসিম খান সুরি একতরফা তা বাতিল করে দিয়েছেন। এটা অবৈধ এবং সংবিধানের অনুচ্ছেদ ৯৫ এর সঙ্গে সাংঘর্ষিক।’
এ অবস্থায় অনাস্থা ভোট নিয়ে সংসদের কার্যবিবরণী পরীক্ষা করে দেখতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানান তিনি।
পাকিস্তান মুসলিম লীগের (শরিফ) আইনজীবী মখদুম আলী খান বলেন, ‘প্রস্তাবিত অনাস্থা ভোট নিয়ে গত ৩১ মার্চ সংসদে আলোচনা হওয়ার কথা ছিল, তা হয়নি। গত রোববার ভোট হওয়ার আগেই সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। তারপরও সে দিন সংসদ শুরুর পর আমাদের আলোচনা করার সুযোগ না দিয়ে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল করে দেওয়া হয়েছে। যা সংবিধান বিরুদ্ধ।’
বাদীদের বক্তব্য শোনার পর অনাস্থা ভোট নিয়ে সংসদের কার্যবিবরণী কোর্টে হাজির করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার দিন সংসদে কত জন সাংসদ উপস্থিতি ছিলেন, তা সুপ্রিম কোর্টকে জানতে হবে।’
পাকিস্তানের সংসদে গত ৮ মার্চ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাব দ্রুত জনপ্রিয় হতে থাকে। গত বুধবার ইমরান খান সরকারের জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক ‘মুত্তাহিদা কাওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ও বেলুচিস্তান আওয়ামী পার্টিও বিরোধী শিবিরে যোগ দেয়। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইমরান খান সরকার। অনাস্থা ভোটে তাঁর পতন অনিবার্য হয়ে ওঠে।
গতকাল রোববার দেশটির জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শুরুর পর তা বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।
এরপর এক টেলিভিশন ভাষণে জনগণকে ধন্যবাদ জানিয়ে ইমরান খান বলেন, ‘বিদেশি সহায়তায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দিতে আমি রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি।’ ইমরান খানের ভাষণের অল্প পরে রাষ্ট্রপতি আরিফ আলভি সংসদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নতুন জাতীয় নির্বাচন দেওয়ার ঘোষণা দেন।
এ অবস্থায় বিরোধীরা সুপ্রিম কোর্টে যান। গত সোমবার শুনানি শুরু হওয়ার পরপরই গতকাল মঙ্গলবার পর্যন্ত তা স্থগিত করা হয়। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন আদালত। বুধবার সকাল ১১টায় শুনানি আবার শুরু হওয়ার কথা রয়েছে।
অবসরে যাওয়ার প্রায় দুই দশক পর আবারও রিংয়ে ফিরে পুরো পৃথিবীকে তাক লাগালেন বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন। শুধু তাই নয়, সর্বশেষ লড়াইয়ে তিনি ২৭ বছর বয়সী তরতাজা বক্সার জ্যাক পলকে চ্যালেঞ্জ জানান।
১৩ মিনিট আগেঅমিত শাহ বলেন, ‘হেমন্ত সরেন অনুপ্রবেশকারীদের প্রবেশ করতে দিচ্ছেন। তারা উপজাতিদের জমি দখল করছে। এটি কখনোই মেনে নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘হেমন্ত সরেন কংগ্রেসের সহযোগিতায় মুসলিমদের জন্য সংরক্ষণ (কোটা) ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, বিজেপি এ ধরনের কোনো পরিকল্পনা সফল হতে দেবে
৫ ঘণ্টা আগেচীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
৬ ঘণ্টা আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
৬ ঘণ্টা আগে