অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তাঁকে আগামী ৩০ মার্চ আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
আজ শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, আজ দিনভরই আদালতের বাইরে পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হট্টগোল ও বিশৃঙ্খলার কারণে আগামী ৩০ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
পুলিশ জানায়, ইসলামাবাদ হাইকোর্টের কাছে পিটিআই সমর্থকেরা ইট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে ইসলামাবাদে এলিট কমান্ডো এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াডসহ প্রায় ৪ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়।
এদিকে লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কে অভিযান চালিয়ে একে-৪৭ জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। পুলিশের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বাসভবন থেকে একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে পিটিআইয়ের ৬০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদ আদালত।
গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে রাজপথে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তাঁকে আগামী ৩০ মার্চ আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
আজ শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, আজ দিনভরই আদালতের বাইরে পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হট্টগোল ও বিশৃঙ্খলার কারণে আগামী ৩০ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
পুলিশ জানায়, ইসলামাবাদ হাইকোর্টের কাছে পিটিআই সমর্থকেরা ইট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে ইসলামাবাদে এলিট কমান্ডো এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াডসহ প্রায় ৪ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়।
এদিকে লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কে অভিযান চালিয়ে একে-৪৭ জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। পুলিশের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বাসভবন থেকে একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে পিটিআইয়ের ৬০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদ আদালত।
গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে রাজপথে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
অমিত শাহ বলেন, ‘হেমন্ত সরেন অনুপ্রবেশকারীদের প্রবেশ করতে দিচ্ছেন। তারা উপজাতিদের জমি দখল করছে। এটি কখনোই মেনে নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘হেমন্ত সরেন কংগ্রেসের সহযোগিতায় মুসলিমদের জন্য সংরক্ষণ (কোটা) ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, বিজেপি এ ধরনের কোনো পরিকল্পনা সফল হতে দেবে
৩ ঘণ্টা আগেচীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
৪ ঘণ্টা আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
৪ ঘণ্টা আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
৪ ঘণ্টা আগে