অনলাইন ডেস্ক
পাকিস্তানের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। নাম প্রকাশ না করে এক সেনা কর্মকর্তা বলেছেন, আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে আজ মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহতরা সামরিক বাহিনীর সদস্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র এএফপিকে জানিয়েছে, ঘুমন্ত অবস্থাতেই অনেকে নিহত হয়েছে। কয়েকজনের পরনে সাধারণ জামাকাপড় ছিল বলে নিহত হওয়া সবাই সামরিক বাহিনীর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজ ভোরে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান জেলার সামরিক ঘাঁটির প্রধান ফটকে ঢুকে বন্দুক হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী এই হামলার শুরুতে প্রথমেই সামরিক ঘাঁটিতে ঢুকে এক অস্ত্রধারী গুলি বর্ষণ করে। তারপর সেখানে প্রবেশ করে অন্যরা।
রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন, এ হামলায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছে।
এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।
জঙ্গি গোষ্ঠী টিজেপির সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। টিটিপি একটি ইসলামপন্থী সাম্প্রদায়িক গ্রুপ। তারা সরকারকে উৎখাতের মাধ্যমে ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা করতে চায়।
পাকিস্তানের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। নাম প্রকাশ না করে এক সেনা কর্মকর্তা বলেছেন, আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে আজ মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহতরা সামরিক বাহিনীর সদস্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র এএফপিকে জানিয়েছে, ঘুমন্ত অবস্থাতেই অনেকে নিহত হয়েছে। কয়েকজনের পরনে সাধারণ জামাকাপড় ছিল বলে নিহত হওয়া সবাই সামরিক বাহিনীর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজ ভোরে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান জেলার সামরিক ঘাঁটির প্রধান ফটকে ঢুকে বন্দুক হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী এই হামলার শুরুতে প্রথমেই সামরিক ঘাঁটিতে ঢুকে এক অস্ত্রধারী গুলি বর্ষণ করে। তারপর সেখানে প্রবেশ করে অন্যরা।
রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন, এ হামলায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছে।
এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।
জঙ্গি গোষ্ঠী টিজেপির সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। টিটিপি একটি ইসলামপন্থী সাম্প্রদায়িক গ্রুপ। তারা সরকারকে উৎখাতের মাধ্যমে ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা করতে চায়।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
৬ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৩৩ মিনিট আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
১ ঘণ্টা আগে