অনলাইন ডেস্ক
পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন এলাকার একটি মসজিদে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৫৭ জন।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, রাত পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে পড়াদের উদ্ধারকাজ চালানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৯ জন, আহতাবস্থায় চিকিৎসাধীন ১৫৭ জন।
পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে অনেক লোক চাপা থাকায় মসজিদের ভেতরে এখনো উদ্ধার অভিযান চলছে। আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে।’
বিস্ফোরণ কবলিত এলাকাটি সম্পূর্ণ ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ দিকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
বিস্ফোরণের ঘটনার পর পেশোয়ারের পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেছেন, বিস্ফোরণের কারণে মসজিদটির একটি অংশ ধসে পড়েছে। ওই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে এবং সেখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
ডনের সংবাদদাতা জানিয়েছেন, জোহরের নামাজ পড়ার সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
এর আগে গত বছর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি শিয়া মসজিদে বড় ধরনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছিল। সেই হামলায় ৬৩ জন নিহত হন।
পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন এলাকার একটি মসজিদে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৫৭ জন।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, রাত পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে পড়াদের উদ্ধারকাজ চালানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৯ জন, আহতাবস্থায় চিকিৎসাধীন ১৫৭ জন।
পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে অনেক লোক চাপা থাকায় মসজিদের ভেতরে এখনো উদ্ধার অভিযান চলছে। আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে।’
বিস্ফোরণ কবলিত এলাকাটি সম্পূর্ণ ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ দিকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
বিস্ফোরণের ঘটনার পর পেশোয়ারের পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেছেন, বিস্ফোরণের কারণে মসজিদটির একটি অংশ ধসে পড়েছে। ওই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে এবং সেখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
ডনের সংবাদদাতা জানিয়েছেন, জোহরের নামাজ পড়ার সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
এর আগে গত বছর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি শিয়া মসজিদে বড় ধরনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছিল। সেই হামলায় ৬৩ জন নিহত হন।
আশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
১০ মিনিট আগেএবার ছিল মিস ইউনিভার্সের ৭৩ তম আয়োজন। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সর্বশেষ ধাপে স্থান করে নিয়েছিলেন নাইজেরিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ডেনমার্কের প্রতিযোগীরা। তবে শেষ পর্যন্ত ডেনমার্কই পুরস্কারটি জিতে নিয়ে ইতিহাস গড়েছে।
১ ঘণ্টা আগেসৌদি আরবে বাণিজ্যিক উদ্দেশ্যে জাতীয়, ধর্মীয় ও গোষ্ঠী প্রতীক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়টি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদন থেকে জানা গেছে। ৯০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
১ ঘণ্টা আগেঅবসরে যাওয়ার প্রায় দুই দশক পর আবারও রিংয়ে ফিরে পুরো পৃথিবীকে তাক লাগালেন বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন। শুধু তাই নয়, সর্বশেষ লড়াইয়ে তিনি ২৭ বছর বয়সী তরতাজা বক্সার জ্যাক পলকে চ্যালেঞ্জ জানান।
৩ ঘণ্টা আগে