অনলাইন ডেস্ক
পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের কথিত ‘হস্তক্ষেপের’ জন্য কঠোর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কূটনীতিককে তলব করে ইসলামাবাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ৬৯ বছর বয়সী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বৃহস্পতিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি ‘হুমকিমূলক চিঠি’ দিয়েছে পাকিস্তানকে। এই চিঠিকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অপসারণের একটি বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছিলেন। ইমরান খান বলেছিলেন, একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সেই চিঠির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডেকে এনে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাল পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে মার্কিন কূটনীতিকের হাতে। সেই প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।’
পিটিআই আরও জানায়, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) বৈঠকে মার্কিন চিঠির ব্যাপারে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হওয়ার কথা ছিল গতকাল। তবে তা শুরু হয়নি। জাতীয় পরিষদের অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। সেদিনই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। ইমরান খান দাবি করেছেন, তাঁর ওপরে আনীত অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, তারা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো চিঠি পাঠায়নি।
পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের কথিত ‘হস্তক্ষেপের’ জন্য কঠোর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কূটনীতিককে তলব করে ইসলামাবাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ৬৯ বছর বয়সী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বৃহস্পতিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি ‘হুমকিমূলক চিঠি’ দিয়েছে পাকিস্তানকে। এই চিঠিকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অপসারণের একটি বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছিলেন। ইমরান খান বলেছিলেন, একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সেই চিঠির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডেকে এনে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাল পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে মার্কিন কূটনীতিকের হাতে। সেই প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।’
পিটিআই আরও জানায়, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) বৈঠকে মার্কিন চিঠির ব্যাপারে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হওয়ার কথা ছিল গতকাল। তবে তা শুরু হয়নি। জাতীয় পরিষদের অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। সেদিনই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। ইমরান খান দাবি করেছেন, তাঁর ওপরে আনীত অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, তারা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো চিঠি পাঠায়নি।
যুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১৩ মিনিট আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
৩ ঘণ্টা আগেসৌদি আরবের রিয়াদে শেষ হয়েছে এবারের ‘ফ্যালকনস ক্লাব মেলা’। বিখ্যাত এই বাজপাখি মেলায় এবার ৬০ লাখ সৌদি রিয়ালের (১৯ কোটি টাকার বেশি) বেচাকেনা হয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
৪ ঘণ্টা আগে