অনলাইন ডেস্ক
পাকিস্তান সংলগ্ন সীমান্ত ক্রসিংয়ে গতকাল রোববার গুলি চালিয়েছে আফগানিস্তানের তালেবান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের চামান শহরের কাছে বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালিয়ে এ হতাহতের ঘটিয়েছে তালেবান বাহিনী। পাকিস্তানের সীমান্ত সৈন্যরাও এ হামলার পাল্টা জবাব দিয়েছে। তবে তারা নিরীহ বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ হামলার ভয়াবহতা তুলে ধরতে ইতিমধ্যে কাবুলে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রবীণ প্রাদেশিক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেছেন, আফগান বাহিনী সীমান্তে বেড়ার অংশ কাটার চেষ্টা করছিল। তখন এ সংঘর্ষটি ঘটে। তবে কাবুল তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
আফগানিস্তানের স্পিন বোলদাক শহর ও পাকিস্তানের চামান শহরের হাজার হাজার মানুষ প্রতিদিন সীমান্ত দিয়ে যাওয়া আসা করে। এই ক্রসিং দিয়ে বেশির ভাগ মানুষ পাকিস্তানে চিকিৎসা নিতে ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে যান।
গত মাসে একজন বন্দুকধারী চামান সীমান্ত ক্রসিংয়ে একজন পাকিস্তানি নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। তারপর এক সপ্তাহের জন্য ক্রসিংটি বন্ধ ছিল।
গত বছর চরমপন্থী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনা করছে।
তবে তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার বিষয়টি বরাবরই অস্বীকার করেছে।
পাকিস্তান সংলগ্ন সীমান্ত ক্রসিংয়ে গতকাল রোববার গুলি চালিয়েছে আফগানিস্তানের তালেবান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের চামান শহরের কাছে বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালিয়ে এ হতাহতের ঘটিয়েছে তালেবান বাহিনী। পাকিস্তানের সীমান্ত সৈন্যরাও এ হামলার পাল্টা জবাব দিয়েছে। তবে তারা নিরীহ বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ হামলার ভয়াবহতা তুলে ধরতে ইতিমধ্যে কাবুলে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রবীণ প্রাদেশিক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেছেন, আফগান বাহিনী সীমান্তে বেড়ার অংশ কাটার চেষ্টা করছিল। তখন এ সংঘর্ষটি ঘটে। তবে কাবুল তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
আফগানিস্তানের স্পিন বোলদাক শহর ও পাকিস্তানের চামান শহরের হাজার হাজার মানুষ প্রতিদিন সীমান্ত দিয়ে যাওয়া আসা করে। এই ক্রসিং দিয়ে বেশির ভাগ মানুষ পাকিস্তানে চিকিৎসা নিতে ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে যান।
গত মাসে একজন বন্দুকধারী চামান সীমান্ত ক্রসিংয়ে একজন পাকিস্তানি নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। তারপর এক সপ্তাহের জন্য ক্রসিংটি বন্ধ ছিল।
গত বছর চরমপন্থী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনা করছে।
তবে তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার বিষয়টি বরাবরই অস্বীকার করেছে।
ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
১ ঘণ্টা আগেআশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
২ ঘণ্টা আগেএবার ছিল মিস ইউনিভার্সের ৭৩ তম আয়োজন। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সর্বশেষ ধাপে স্থান করে নিয়েছিলেন নাইজেরিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ডেনমার্কের প্রতিযোগীরা। তবে শেষ পর্যন্ত ডেনমার্কই পুরস্কারটি জিতে নিয়ে ইতিহাস গড়েছে।
৩ ঘণ্টা আগে