পেশোয়ারে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬ 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ২১: ৪৫

পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদার এলাকায় মসজিদের ভেতরে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৯৪ জন। আজ শুক্রবার এই হামলা চালানো হয়। স্থানীয় হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসীম খান বলেন, আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। 
 
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ইজাজ আহসান বলেছেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টা করে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় এক পুলিশ সদস্য নিহত হন এবং আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পুলিশ অফিসার ওয়াহেদ খান বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, শুক্রবারের নামাজের জন্য কোচা রিসালদার মসজিদে মুসল্লিরা জড়ো হওয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

বিস্ফোরণে আহত শায়ান হায়দার বলেন, ‘আমি আমার চোখ খুলে দেখি সর্বত্র ধুলো এবং মরদেহ।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত