অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দেশটি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। চলমান এই সহিংসতায় এ পর্যন্ত ৯১ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঞ্জাবে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাদের দিকে সেনাবাহিনী আসছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই ইসলামাবাদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিতে এগিয়ে আসছে।
এক টুইট বার্তায় পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রেঞ্জারস ও সশস্ত্র বাহিনী ইতিমধ্যে মোতায়েন রয়েছে। বিক্ষোভে উসকানিদাতাদের নিবৃত্ত হতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নারী ও শিশুদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি বিশেষ আদালত। আজ বুধবার ইমরান খানকে ওই আদালতে নেওয়া হয়। বিচারক ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতিবিরোধী সরকারি সংস্থা বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) অনুমতি দেন।
এর আগে গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পৃথকভাবে আরেকটি দায়রা আদালত তোশাখানা মামলায় পিটিআইর প্রধানকে অভিযুক্ত করেছেন। ইমরানের বিরুদ্ধে দুটি শুনানিই ইসলামাবাদ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়।
ইসলামাবাদ পুলিশ লাইনসের গেস্টহাউসকে গতকাল রাতেই বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে ‘এককালীন ব্যবস্থা’ হিসেবে আদালতের মর্যাদা দেওয়া হয়। সেখানেই ইমরানকে আটক রাখা হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসলামাবাদের যে অতিথিশালায় ইমরানকে আটক রাখা হয়েছে, সেখানেই তাঁর বিরুদ্ধে আদালতের শুনানি হবে।
আরও পড়ুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দেশটি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। চলমান এই সহিংসতায় এ পর্যন্ত ৯১ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঞ্জাবে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাদের দিকে সেনাবাহিনী আসছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই ইসলামাবাদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিতে এগিয়ে আসছে।
এক টুইট বার্তায় পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রেঞ্জারস ও সশস্ত্র বাহিনী ইতিমধ্যে মোতায়েন রয়েছে। বিক্ষোভে উসকানিদাতাদের নিবৃত্ত হতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নারী ও শিশুদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি বিশেষ আদালত। আজ বুধবার ইমরান খানকে ওই আদালতে নেওয়া হয়। বিচারক ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতিবিরোধী সরকারি সংস্থা বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) অনুমতি দেন।
এর আগে গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পৃথকভাবে আরেকটি দায়রা আদালত তোশাখানা মামলায় পিটিআইর প্রধানকে অভিযুক্ত করেছেন। ইমরানের বিরুদ্ধে দুটি শুনানিই ইসলামাবাদ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়।
ইসলামাবাদ পুলিশ লাইনসের গেস্টহাউসকে গতকাল রাতেই বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে ‘এককালীন ব্যবস্থা’ হিসেবে আদালতের মর্যাদা দেওয়া হয়। সেখানেই ইমরানকে আটক রাখা হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসলামাবাদের যে অতিথিশালায় ইমরানকে আটক রাখা হয়েছে, সেখানেই তাঁর বিরুদ্ধে আদালতের শুনানি হবে।
আরও পড়ুন
অমিত শাহ বলেন, ‘হেমন্ত সরেন অনুপ্রবেশকারীদের প্রবেশ করতে দিচ্ছেন। তারা উপজাতিদের জমি দখল করছে। এটি কখনোই মেনে নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘হেমন্ত সরেন কংগ্রেসের সহযোগিতায় মুসলিমদের জন্য সংরক্ষণ (কোটা) ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, বিজেপি এ ধরনের কোনো পরিকল্পনা সফল হতে দেবে
১ ঘণ্টা আগেচীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
২ ঘণ্টা আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
২ ঘণ্টা আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
২ ঘণ্টা আগে