অনলাইন ডেস্ক
পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কোনো পরামর্শ নেওয়া হয়নি। তারপরও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারের মনোনয়নে খুশি হয়েছে দলটি।
ইমরান খান জেলে থাকা অবস্থায় পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি এক প্রতিক্রিয়ায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে শিক্ষিত ও ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘আনোয়ারুল হক কাকার একটি ছোট প্রদেশের হওয়ায় দেশের মৌলিক সমস্যাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন।’
শনিবার এআরওয়াই নিউজের সঙ্গে কথোপকথনে কোরেশি জানান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর মনোনয়নের বিষয়ে পিটিআই-এর কোনো পরামর্শ নেওয়া হয়নি। তবে পিডিএমের একটি দল কাকারের মনোনয়ন নিয়ে খুশি হয়নি বলে মনে হচ্ছে।
ইমরান খান দলের ভাইস চেয়ারম্যান মনে করেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো-নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা।
জানা গেছে, আনোয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নিয়োগের অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
এর আগে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ এবং বিরোধী দলীয় নেতা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলকে নিয়োগের বিষয়ে পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমি এই নামটি প্রস্তাব করেছি আর প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়েছেন।’
রোববার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকার শপথ নিতে পারেন বলেও জানান রিয়াজ।
পাকিস্তানি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সাংবাদিক হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় আছেন কাকার। সংসদের উচ্চ কক্ষ সিনেটে তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কোনো পরামর্শ নেওয়া হয়নি। তারপরও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারের মনোনয়নে খুশি হয়েছে দলটি।
ইমরান খান জেলে থাকা অবস্থায় পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি এক প্রতিক্রিয়ায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে শিক্ষিত ও ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘আনোয়ারুল হক কাকার একটি ছোট প্রদেশের হওয়ায় দেশের মৌলিক সমস্যাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন।’
শনিবার এআরওয়াই নিউজের সঙ্গে কথোপকথনে কোরেশি জানান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর মনোনয়নের বিষয়ে পিটিআই-এর কোনো পরামর্শ নেওয়া হয়নি। তবে পিডিএমের একটি দল কাকারের মনোনয়ন নিয়ে খুশি হয়নি বলে মনে হচ্ছে।
ইমরান খান দলের ভাইস চেয়ারম্যান মনে করেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো-নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা।
জানা গেছে, আনোয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নিয়োগের অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
এর আগে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ এবং বিরোধী দলীয় নেতা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলকে নিয়োগের বিষয়ে পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমি এই নামটি প্রস্তাব করেছি আর প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়েছেন।’
রোববার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকার শপথ নিতে পারেন বলেও জানান রিয়াজ।
পাকিস্তানি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সাংবাদিক হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় আছেন কাকার। সংসদের উচ্চ কক্ষ সিনেটে তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
৪ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৫ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
৫ ঘণ্টা আগে