অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশে ইমরান খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ‘খুশি’ হয়েছেন। জেমিমার একটি টুইটার পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও নিউজ।
গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করেন দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের এ আদেশ শোনার পর ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা টুইটারে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অবশেষে বিবেকের জয় হয়েছে।’ পোস্টের সঙ্গে তিনি পাকিস্তানের পতাকা ও একটি হাই-ফাইভ ইমোজিও যুক্ত করেছেন।
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ তাঁর ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে বাস করেন।
ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি ও পিটিআইয়ের অন্য নেতারা পিটিআই সরকারের আমলে সরকারি কোষাগারের ১৯০ মিলিয়ন পাউন্ড ক্ষতি করার অভিযোগে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবির তদন্তের মুখোমুখি হচ্ছেন। এনএবির মামলার বলা হয়েছে, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন।
এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়ার মৌজা বাকরালায় ৪৫৮ কানালের বেশি জমির অযৌক্তিক সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে।
এসব মামলায় জামিন আবেদনের শুনানির জন্য গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান খান। তখন তাঁকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। দুই দিনের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশে ইমরান খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ‘খুশি’ হয়েছেন। জেমিমার একটি টুইটার পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও নিউজ।
গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করেন দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের এ আদেশ শোনার পর ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা টুইটারে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অবশেষে বিবেকের জয় হয়েছে।’ পোস্টের সঙ্গে তিনি পাকিস্তানের পতাকা ও একটি হাই-ফাইভ ইমোজিও যুক্ত করেছেন।
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ তাঁর ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে বাস করেন।
ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি ও পিটিআইয়ের অন্য নেতারা পিটিআই সরকারের আমলে সরকারি কোষাগারের ১৯০ মিলিয়ন পাউন্ড ক্ষতি করার অভিযোগে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবির তদন্তের মুখোমুখি হচ্ছেন। এনএবির মামলার বলা হয়েছে, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন।
এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়ার মৌজা বাকরালায় ৪৫৮ কানালের বেশি জমির অযৌক্তিক সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে।
এসব মামলায় জামিন আবেদনের শুনানির জন্য গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান খান। তখন তাঁকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। দুই দিনের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
১৩ মিনিট আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
২৯ মিনিট আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
১ ঘণ্টা আগেএটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
২ ঘণ্টা আগে