অনলাইন ডেস্ক
লেবাননে জ্বালানি তেলের সংকট চরমে পৌঁছেছে। এ অবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছে ইরান। এরই মধ্যে জ্বালানি তেল সরবরাহ করেছে তারা। দরকার হলে লেবাননকে আরও জ্বালানি তেল সরবরাহ করবে বলে আজ জানিয়েছে জানিয়েছে দেশটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর এক নেতা তেহরানের কাছ থেকে জ্বালানি তেলবাহী জাহাজ শিগগিরই যাত্রা করবে বলে একদিন আগে জানিয়েছিলেন। তারপরই ইরানের পক্ষ থেকে দরকার হলে আরও জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানানো হলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তেই জ্বালানি তেল ও এ সম্পর্কিত বিভিন্ন পণ্য বিক্রি করি। আমাদের বন্ধুদের প্রয়োজনের মুহূর্তে আমরা পাশে দাঁড়াই। দরকার হলে লেবাননে আরও জ্বালানি তেল পাঠাতে ইরান প্রস্তুত।’
গতকাল রোববার এ সম্পর্কিত এক বক্তব্যে হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার জ্বালানি তেলবাহী যে ইরানি জাহাজের রওনা হওয়ার কথা জানানো হয়েছিল, তা এরই মধ্যে লেবাননের উদ্দেশে যাত্রা করেছে।
ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম নূরনিউজ ওয়েবসাইট গত সপ্তাহে জানিয়েছিল, লেবাননের জন্য পাঠানো জ্বালানি তেলের দাম পরিশোধ করেছেন লেবাননের শিয়া ব্যবসায়ীদের একটি সংগঠন। এ বিষয়ে আজ সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খাতিবজাদেহ বলেন, ‘শিয়া ব্যবসায়ীদের কাছে যেমন জ্বালানি তেল বিক্রি করেছি আমরা, ঠিক তেমনি লেবাননের সরকার চাইলেও আমরা তেল সরবরাহ করব।’
তবে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর শত্রুপক্ষ বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না। তারা বলছে, এই জ্বালানি তেল কেনার দায় পরিশোধ করতে হবে। কারণ, এটি নিষেধাজ্ঞার আওতায় পড়ে যেতে পারে। আর লেবানন এমন কোনো নিষেধাজ্ঞার আওতায় পড়লে দেশটি সত্যিই বিপদে পড়বে। লেবাননের অর্থনীতি গত দুই বছর ধরেই বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে হওয়া ছয় জাতি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে ইরানের জ্বালানি তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, যা এখনো বলবৎ আছে। ওয়াশিংটন হিজবুল্লাহ ও ইরানের সম্পর্ক ভালো চোখে দেখে না। ১৯৮২ সালে ইরানের ন্যাশনাল গার্ডের সরাসরি তত্ত্বাবধানে গড়ে উঠেছিল হিজবুল্লাহ গোষ্ঠীটি।
লেবাননে জ্বালানি তেলের সংকট চরমে পৌঁছেছে। এ অবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছে ইরান। এরই মধ্যে জ্বালানি তেল সরবরাহ করেছে তারা। দরকার হলে লেবাননকে আরও জ্বালানি তেল সরবরাহ করবে বলে আজ জানিয়েছে জানিয়েছে দেশটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর এক নেতা তেহরানের কাছ থেকে জ্বালানি তেলবাহী জাহাজ শিগগিরই যাত্রা করবে বলে একদিন আগে জানিয়েছিলেন। তারপরই ইরানের পক্ষ থেকে দরকার হলে আরও জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানানো হলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তেই জ্বালানি তেল ও এ সম্পর্কিত বিভিন্ন পণ্য বিক্রি করি। আমাদের বন্ধুদের প্রয়োজনের মুহূর্তে আমরা পাশে দাঁড়াই। দরকার হলে লেবাননে আরও জ্বালানি তেল পাঠাতে ইরান প্রস্তুত।’
গতকাল রোববার এ সম্পর্কিত এক বক্তব্যে হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার জ্বালানি তেলবাহী যে ইরানি জাহাজের রওনা হওয়ার কথা জানানো হয়েছিল, তা এরই মধ্যে লেবাননের উদ্দেশে যাত্রা করেছে।
ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম নূরনিউজ ওয়েবসাইট গত সপ্তাহে জানিয়েছিল, লেবাননের জন্য পাঠানো জ্বালানি তেলের দাম পরিশোধ করেছেন লেবাননের শিয়া ব্যবসায়ীদের একটি সংগঠন। এ বিষয়ে আজ সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খাতিবজাদেহ বলেন, ‘শিয়া ব্যবসায়ীদের কাছে যেমন জ্বালানি তেল বিক্রি করেছি আমরা, ঠিক তেমনি লেবাননের সরকার চাইলেও আমরা তেল সরবরাহ করব।’
তবে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর শত্রুপক্ষ বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না। তারা বলছে, এই জ্বালানি তেল কেনার দায় পরিশোধ করতে হবে। কারণ, এটি নিষেধাজ্ঞার আওতায় পড়ে যেতে পারে। আর লেবানন এমন কোনো নিষেধাজ্ঞার আওতায় পড়লে দেশটি সত্যিই বিপদে পড়বে। লেবাননের অর্থনীতি গত দুই বছর ধরেই বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে হওয়া ছয় জাতি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে ইরানের জ্বালানি তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, যা এখনো বলবৎ আছে। ওয়াশিংটন হিজবুল্লাহ ও ইরানের সম্পর্ক ভালো চোখে দেখে না। ১৯৮২ সালে ইরানের ন্যাশনাল গার্ডের সরাসরি তত্ত্বাবধানে গড়ে উঠেছিল হিজবুল্লাহ গোষ্ঠীটি।
২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৩ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৪ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
৫ ঘণ্টা আগে