অনলাইন ডেস্ক
ঢাকা: দীর্ঘ এক যুগ পর নতুন প্রধানমন্ত্রী পেয়েছে ইসরায়েল। অবসান হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের। নতুন প্রধানমন্ত্রী হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন কট্টর ডানপন্থী নেতা নাফতালি বেনেট। ইসরায়েলের পার্লামেন্ট রোববার নতুন সরকার গঠনের অনুমোদন দেয়।
নাফতালি বেনেট ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মধ্যপন্থী ইয়াশ আতিদ পার্টির ইয়ার লাপিদ।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে রোববার ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট। আর নতুন জোট সরকার গড়ার পক্ষে পড়ে ৬০টি ভোট।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ গ্রহণের পরপরই বেনেটকে ফোন দেন বাইডেন। বাইডেন দুই দেশের সম্পর্ক আরও মজবুত হওয়ার আশা ব্যক্ত করেন।
দীর্ঘদিন ইসরায়েলের পাশে থাকায় বাইডেনকেও ধন্যবাদ জানান বেনেট। বিশেষ করে সাম্প্রতিক সময়ে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিষয়টি স্মরণ করেন তিনি।
ইসরায়েলের নতুন সরকার শপথ নেওয়ার পর এক বিবৃতিতে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী (প্রথম মেয়াদ) নাফতালি বেনেট, প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ (দ্বিতীয় মেয়াদ) এবং নতুন সরকারের সকল মন্ত্রীদের অভিনন্দন জানাচ্ছি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডমিনিক রাব, অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ, জার্মানির পররাষ্ট্রসচিব হেইকো মাস নতুন সরকারের দুই প্রধানমন্ত্রী বেনেট ও লাপিদকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। কিন্তু গত কয়েক বছরে দুর্নীতিসহ নানা কারণে ইসরায়েলিদের কাছে তাঁর জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেতে থাকে। দুই বছরে মোট চারটি পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠন করতে ব্যর্থ হন তিনি। তাঁকে হটাতে জোট বেঁধে নামে বাম, ডান ও মধ্যপন্থী দলগুলো।
ঢাকা: দীর্ঘ এক যুগ পর নতুন প্রধানমন্ত্রী পেয়েছে ইসরায়েল। অবসান হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের। নতুন প্রধানমন্ত্রী হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন কট্টর ডানপন্থী নেতা নাফতালি বেনেট। ইসরায়েলের পার্লামেন্ট রোববার নতুন সরকার গঠনের অনুমোদন দেয়।
নাফতালি বেনেট ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মধ্যপন্থী ইয়াশ আতিদ পার্টির ইয়ার লাপিদ।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে রোববার ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট। আর নতুন জোট সরকার গড়ার পক্ষে পড়ে ৬০টি ভোট।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ গ্রহণের পরপরই বেনেটকে ফোন দেন বাইডেন। বাইডেন দুই দেশের সম্পর্ক আরও মজবুত হওয়ার আশা ব্যক্ত করেন।
দীর্ঘদিন ইসরায়েলের পাশে থাকায় বাইডেনকেও ধন্যবাদ জানান বেনেট। বিশেষ করে সাম্প্রতিক সময়ে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিষয়টি স্মরণ করেন তিনি।
ইসরায়েলের নতুন সরকার শপথ নেওয়ার পর এক বিবৃতিতে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী (প্রথম মেয়াদ) নাফতালি বেনেট, প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ (দ্বিতীয় মেয়াদ) এবং নতুন সরকারের সকল মন্ত্রীদের অভিনন্দন জানাচ্ছি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডমিনিক রাব, অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ, জার্মানির পররাষ্ট্রসচিব হেইকো মাস নতুন সরকারের দুই প্রধানমন্ত্রী বেনেট ও লাপিদকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। কিন্তু গত কয়েক বছরে দুর্নীতিসহ নানা কারণে ইসরায়েলিদের কাছে তাঁর জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেতে থাকে। দুই বছরে মোট চারটি পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠন করতে ব্যর্থ হন তিনি। তাঁকে হটাতে জোট বেঁধে নামে বাম, ডান ও মধ্যপন্থী দলগুলো।
২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
১৯ মিনিট আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
২ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৩ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
৪ ঘণ্টা আগে