অনলাইন ডেস্ক
লেবানন থেকে ইসরায়েলে ১০টির বেশি রকেট নিক্ষেপ করেছে দেশটির জেহাদি সংগঠন হিজবুল্লাহ। আজ শুক্রবার ইসরায়েলের বিতর্কিত শেবা ফার্মস জেলায় এই হামলা চালানো হয়।
২০১৯ সালের পর এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলে হামলার দায় স্বীকার করে নিল। এক সপ্তাহ ধরেই ইসরায়েল–লেবানন সীমান্তে উত্তেজনা চলছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ শুক্রবার রকেট হামলা চালানো হয়েছে।
দক্ষিণ লেবানন থেকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, তিনি শেবা ফার্মস এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, লেবাননের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে, সেখানেই হামলা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সাত বছরের মধ্যে প্রথমবারের মতো লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলের রকেট ছোড়ার স্থানগুলোতে বৃহস্পতিবার ভোররাতে বিমান হামলা চালায় তারা।
প্রসঙ্গত, গত বুধবার লেবানন থেকে ছোড়া দুটি রকেট ইসরায়েলে গিয়ে পড়ার পর গোলাবর্ষণ করে তার জবাব দিয়েছিল ইসরায়েল। পরে বিমান হামলাও চালাল তারা।
শেবা ফার্মস একটি জেলাটি হিজবুল্লাহ এবং লেবানন তাদের বলে দাবি করে। তবে জাতিসংঘের শান্তিচুক্তি অনুযায়ী, শেবা ফার্ম সিরিয়ান গোলান মালভূমির অংশ। এটি ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে ইসরায়েল। এটি ১৯৮১ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হয়।
লেবানন থেকে ইসরায়েলে ১০টির বেশি রকেট নিক্ষেপ করেছে দেশটির জেহাদি সংগঠন হিজবুল্লাহ। আজ শুক্রবার ইসরায়েলের বিতর্কিত শেবা ফার্মস জেলায় এই হামলা চালানো হয়।
২০১৯ সালের পর এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলে হামলার দায় স্বীকার করে নিল। এক সপ্তাহ ধরেই ইসরায়েল–লেবানন সীমান্তে উত্তেজনা চলছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ শুক্রবার রকেট হামলা চালানো হয়েছে।
দক্ষিণ লেবানন থেকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, তিনি শেবা ফার্মস এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, লেবাননের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে, সেখানেই হামলা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সাত বছরের মধ্যে প্রথমবারের মতো লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলের রকেট ছোড়ার স্থানগুলোতে বৃহস্পতিবার ভোররাতে বিমান হামলা চালায় তারা।
প্রসঙ্গত, গত বুধবার লেবানন থেকে ছোড়া দুটি রকেট ইসরায়েলে গিয়ে পড়ার পর গোলাবর্ষণ করে তার জবাব দিয়েছিল ইসরায়েল। পরে বিমান হামলাও চালাল তারা।
শেবা ফার্মস একটি জেলাটি হিজবুল্লাহ এবং লেবানন তাদের বলে দাবি করে। তবে জাতিসংঘের শান্তিচুক্তি অনুযায়ী, শেবা ফার্ম সিরিয়ান গোলান মালভূমির অংশ। এটি ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে ইসরায়েল। এটি ১৯৮১ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হয়।
২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৩ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৪ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
৫ ঘণ্টা আগে