অনলাইন ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তাঁর ফ্রান্সপ্রবাসী বোন। সেই সঙ্গে সরকারে বিরুদ্ধে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে তিনি দেশটির সশস্ত্রবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে।
আল-আরাবিয়ার প্রতিবেদন অনুসারে, আয়াতুল্লাহ আলী খামেনির বোন বদ্রি হোসেইনি খামেনি স্থানীয় সময় আজ বুধবার ফ্রান্স থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাঁর ছেলে মাহমুদ মুরাদখানির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেরি হয়ে যাওয়ার আগেই ইরানের সশস্ত্রবাহিনীর উচিত জনগণের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়া।
টুইটারে শেয়ার করা ওই চিঠিতে বদ্রি হোসেইনি খামেনি বলেছেন, ‘আমি মনে করি যে, এখনই এটি ঘোষণা করা উপযুক্ত যে—আমি আমার ভাইয়ের কর্মের বিরোধিতা করি এবং আমি ইসলামি প্রজাতন্ত্রের শাসনের কারণে শোকার্ত সকল মায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করছি।’ ওই পোস্টে বদ্রি হোসেইনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রতি তাদের অস্ত্র সংবরণ করে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
চিঠিতে বদ্রি হোসেইনি আরও বলেন, ‘আলী খামেনির বিপ্লবী গার্ড বাহিনী এবং তাঁর ভাড়াটেদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাদের অস্ত্র ত্যাগ করে দেরি হওয়ার আগেই জনগণের সঙ্গে যোগ দেওয়া।’
আলী খামেনির বোন আরও বলেন, ‘আমার মানবিক কর্তব্য হিসেবে আমি কয়েক দশক আগে আমার ভাই আলী খামেনির কানে মানুষের কণ্ঠস্বর পৌঁছে দিয়েছি। যা হোক, আমি যখন দেখলাম—তিনি শোনেননি এবং নিরপরাধ লোকদের দমন ও হত্যা করার ক্ষেত্রে খোমেনির (প্রাক্তন সর্বোচ্চ নেতা রুহুল্লাহ) পথ অনুসরণ অব্যাহত রেখেছেন তখন থেকেই আমি তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করে দিয়েছি।’
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ইরানের আলোচিত নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকেই দেশটিতে বিক্ষোভ-আন্দোলন এবং জ্বালাও-পোড়াও শুরু হয়। সরকারও বেশ শক্ত হাতে বিদ্রোহ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তাঁর ফ্রান্সপ্রবাসী বোন। সেই সঙ্গে সরকারে বিরুদ্ধে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে তিনি দেশটির সশস্ত্রবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে।
আল-আরাবিয়ার প্রতিবেদন অনুসারে, আয়াতুল্লাহ আলী খামেনির বোন বদ্রি হোসেইনি খামেনি স্থানীয় সময় আজ বুধবার ফ্রান্স থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাঁর ছেলে মাহমুদ মুরাদখানির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেরি হয়ে যাওয়ার আগেই ইরানের সশস্ত্রবাহিনীর উচিত জনগণের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়া।
টুইটারে শেয়ার করা ওই চিঠিতে বদ্রি হোসেইনি খামেনি বলেছেন, ‘আমি মনে করি যে, এখনই এটি ঘোষণা করা উপযুক্ত যে—আমি আমার ভাইয়ের কর্মের বিরোধিতা করি এবং আমি ইসলামি প্রজাতন্ত্রের শাসনের কারণে শোকার্ত সকল মায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করছি।’ ওই পোস্টে বদ্রি হোসেইনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রতি তাদের অস্ত্র সংবরণ করে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
চিঠিতে বদ্রি হোসেইনি আরও বলেন, ‘আলী খামেনির বিপ্লবী গার্ড বাহিনী এবং তাঁর ভাড়াটেদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাদের অস্ত্র ত্যাগ করে দেরি হওয়ার আগেই জনগণের সঙ্গে যোগ দেওয়া।’
আলী খামেনির বোন আরও বলেন, ‘আমার মানবিক কর্তব্য হিসেবে আমি কয়েক দশক আগে আমার ভাই আলী খামেনির কানে মানুষের কণ্ঠস্বর পৌঁছে দিয়েছি। যা হোক, আমি যখন দেখলাম—তিনি শোনেননি এবং নিরপরাধ লোকদের দমন ও হত্যা করার ক্ষেত্রে খোমেনির (প্রাক্তন সর্বোচ্চ নেতা রুহুল্লাহ) পথ অনুসরণ অব্যাহত রেখেছেন তখন থেকেই আমি তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করে দিয়েছি।’
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ইরানের আলোচিত নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকেই দেশটিতে বিক্ষোভ-আন্দোলন এবং জ্বালাও-পোড়াও শুরু হয়। সরকারও বেশ শক্ত হাতে বিদ্রোহ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
২ ঘণ্টা আগে