অনলাইন ডেস্ক
গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কার্যালয়ের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ জন। তাদের অবস্থা গুরুতর। হতাহতরা রেড ক্রস কার্যালয়ে আশ্রয় নিয়েছিল। হামলায় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় রেড ক্রস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, গতকাল শুক্রবার বিকেলে কার্যালয় এবং সেখানে আশ্রিতদের কয়েক মিটার দূরত্বে আঘাত হানে ইসরায়েলি বাহিনীর গোলা। বেসামরিক নাগরিক এবং মানবিক সুবিধা দেওয়া সংস্থাগুলোর ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করার জন্য সব পক্ষের বাধ্যবাধকতা রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ওই এলাকায় হামলা চালানোর ‘কোনো ইঙ্গিত’ নেই, তবে ঘটনাটি নিয়ে পর্যালোচনা হচ্ছে বলেও জানান তিনি।
আইসিআরসি বলেছে, ‘হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়টির চারপাশে আমাদের অনেক ফিলিস্তিনি সহকর্মীসহ তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত বেসামরিক মানুষ ছিল। এ ঘটনায় নিকটবর্তী রেড ক্রস ফিল্ড হাসপাতালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালে ২২ জনের মরদেহ এবং আহত ৪৫ জনকে নেওয়া হয়েছে।’
কয়েক দিনের মধ্যে এই হামলাকে নিরাপত্তাজনিত অন্যতম গুরুতর ঘটনা বলেছে আইসিআরসি।
এ হামলায় হতাহতের ব্যাপারে ভিন্ন পরিসংখ্যান দিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য বিভাগ। তাদের মতে, হামলায় ২৫ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।
গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কার্যালয়ের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ জন। তাদের অবস্থা গুরুতর। হতাহতরা রেড ক্রস কার্যালয়ে আশ্রয় নিয়েছিল। হামলায় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় রেড ক্রস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, গতকাল শুক্রবার বিকেলে কার্যালয় এবং সেখানে আশ্রিতদের কয়েক মিটার দূরত্বে আঘাত হানে ইসরায়েলি বাহিনীর গোলা। বেসামরিক নাগরিক এবং মানবিক সুবিধা দেওয়া সংস্থাগুলোর ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করার জন্য সব পক্ষের বাধ্যবাধকতা রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ওই এলাকায় হামলা চালানোর ‘কোনো ইঙ্গিত’ নেই, তবে ঘটনাটি নিয়ে পর্যালোচনা হচ্ছে বলেও জানান তিনি।
আইসিআরসি বলেছে, ‘হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়টির চারপাশে আমাদের অনেক ফিলিস্তিনি সহকর্মীসহ তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত বেসামরিক মানুষ ছিল। এ ঘটনায় নিকটবর্তী রেড ক্রস ফিল্ড হাসপাতালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালে ২২ জনের মরদেহ এবং আহত ৪৫ জনকে নেওয়া হয়েছে।’
কয়েক দিনের মধ্যে এই হামলাকে নিরাপত্তাজনিত অন্যতম গুরুতর ঘটনা বলেছে আইসিআরসি।
এ হামলায় হতাহতের ব্যাপারে ভিন্ন পরিসংখ্যান দিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য বিভাগ। তাদের মতে, হামলায় ২৫ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।
ইসরায়েলের সামরিক হামলায় ইরানের পারচিন এলাকার একটি অত্যন্ত গোপন পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। গত অক্টোবরের শেষ দিকে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা, এক ইসরায়েলি কর্মকর্তা
৩১ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে দুটি ফ্লেয়ার (অল্প সময়ের জন্য জ্বলতে থাকা আগুনের গোলা) পড়েছে। গতকাল শনিবার ভূমধ্যসাগর তীরবর্তী ইসরায়েলি শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা
১ ঘণ্টা আগেচীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
১০ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
১০ ঘণ্টা আগে