অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় হামাসের পেতে রাখা বুবি-ট্র্যাপে ৪ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এই ৪ সেনা মারা যান এবং ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী—আইডিএফ। এ নিয়ে গাজায় ২৯৯ ইসরায়েলি সেনা নিহত হলো। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, নিহত চারজন সেনা হলেন—মেজর তাল সেবেনস্কি শোলাভ, স্টাফ সার্জেন্ট আইতান কার্লসবার্ন, সার্জেন্ট আলমগ শালোম এবং ইয়ের লেভিন। আইডিএফের দেওয়া তথ্য অনুসারে, এই চারজনই ইসরায়েলি বাহিনীর জিভাতি ব্রিগেডের হয়ে কাজ করতেন। শালোম এবং লেভিন এখনো তাদের প্রশিক্ষণের সময়ই শেষ করেননি।
আইডিএফের প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে, সৈন্যরা রাফাহের শাবোরা পাড়ায় একটি সন্দেহজনক বাড়ির ভেতরে বিস্ফোরক নিক্ষেপ করেছিল এই ভেবে যে, হয়তো কোনো ফাঁদ পাতা আছে। কিন্তু তাতে কোনো কিছু না ঘটনা ওই চার সেনা বাড়িটির ভেতরে প্রবেশ করে। দুজন সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই বিস্ফোরকই বিস্ফোরিত হয় এবং বাড়িটি সেনাদের ওপর ভেঙে পড়ে।
এদিকে, গতকাল সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের রামাল্লায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই চারজনকে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি করে হত্যা করেছে। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিম তীরের রামাল্লার কাফর নিয়া’মা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন—মুহাম্মদ রাসলান আবদো, মুহাম্মদ জাবের আবদো এবং রুশদি সামিহ আতায়া। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে চতুর্থ ব্যক্তির নাম ওয়াসিম বাসাম জিদান।
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় হামাসের পেতে রাখা বুবি-ট্র্যাপে ৪ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এই ৪ সেনা মারা যান এবং ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী—আইডিএফ। এ নিয়ে গাজায় ২৯৯ ইসরায়েলি সেনা নিহত হলো। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, নিহত চারজন সেনা হলেন—মেজর তাল সেবেনস্কি শোলাভ, স্টাফ সার্জেন্ট আইতান কার্লসবার্ন, সার্জেন্ট আলমগ শালোম এবং ইয়ের লেভিন। আইডিএফের দেওয়া তথ্য অনুসারে, এই চারজনই ইসরায়েলি বাহিনীর জিভাতি ব্রিগেডের হয়ে কাজ করতেন। শালোম এবং লেভিন এখনো তাদের প্রশিক্ষণের সময়ই শেষ করেননি।
আইডিএফের প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে, সৈন্যরা রাফাহের শাবোরা পাড়ায় একটি সন্দেহজনক বাড়ির ভেতরে বিস্ফোরক নিক্ষেপ করেছিল এই ভেবে যে, হয়তো কোনো ফাঁদ পাতা আছে। কিন্তু তাতে কোনো কিছু না ঘটনা ওই চার সেনা বাড়িটির ভেতরে প্রবেশ করে। দুজন সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই বিস্ফোরকই বিস্ফোরিত হয় এবং বাড়িটি সেনাদের ওপর ভেঙে পড়ে।
এদিকে, গতকাল সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের রামাল্লায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই চারজনকে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি করে হত্যা করেছে। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিম তীরের রামাল্লার কাফর নিয়া’মা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন—মুহাম্মদ রাসলান আবদো, মুহাম্মদ জাবের আবদো এবং রুশদি সামিহ আতায়া। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে চতুর্থ ব্যক্তির নাম ওয়াসিম বাসাম জিদান।
ভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
১০ মিনিট আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
২৮ মিনিট আগেএটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
২ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ শুরু হবে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকবে জার্মানি। সেখানে প্রদর্শিত হবে জার্মানির
২ ঘণ্টা আগে