অনলাইন ডেস্ক
সৌদি আরবের পতাকাকে অবমাননার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
পুলিশের একজন কর্মকর্তা জানান, সৌদি পতাকা সংরক্ষণ করা ও যে কোনো উপায়ে এর অবমাননা এড়ানো প্রয়োজন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে তিনি বলেন, যে কেউ এই পতাকা অমান্য করলে তাঁকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদির পতাকা অবমাননা করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এরপর ওই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি একটি আবর্জনার স্তূপ থেকে পতাকাটি ওঠাচ্ছেন। অভিযুক্তরা পতাকাটি ওই আবর্জনা স্তূপে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। পতাকাটিকে ওঠানোর পর ওই ব্যক্তিকে সেটি পরিষ্কার করতে দেখা যায়।
উল্লেখ্য, সৌদি আরবের পতাকায় কলেমা ও একটি তরবারি প্রদর্শিত হয়েছে। সৌদি আরবের এই জাতীয় পতাকা ১৯৭৩ সালের মার্চ ১৫ হতে ব্যবহার করা হচ্ছে।
এর আগে সৌদি আরব সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৩ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।
সৌদি আরবের পতাকাকে অবমাননার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
পুলিশের একজন কর্মকর্তা জানান, সৌদি পতাকা সংরক্ষণ করা ও যে কোনো উপায়ে এর অবমাননা এড়ানো প্রয়োজন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে তিনি বলেন, যে কেউ এই পতাকা অমান্য করলে তাঁকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদির পতাকা অবমাননা করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এরপর ওই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি একটি আবর্জনার স্তূপ থেকে পতাকাটি ওঠাচ্ছেন। অভিযুক্তরা পতাকাটি ওই আবর্জনা স্তূপে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। পতাকাটিকে ওঠানোর পর ওই ব্যক্তিকে সেটি পরিষ্কার করতে দেখা যায়।
উল্লেখ্য, সৌদি আরবের পতাকায় কলেমা ও একটি তরবারি প্রদর্শিত হয়েছে। সৌদি আরবের এই জাতীয় পতাকা ১৯৭৩ সালের মার্চ ১৫ হতে ব্যবহার করা হচ্ছে।
এর আগে সৌদি আরব সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৩ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।
এটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
১১ মিনিট আগেআগামী বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ শুরু হবে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকবে জার্মানি। সেখানে প্রদর্শিত হবে জার্মানির
৩০ মিনিট আগেভারত ভাগের জন্য মুসলিম লীগকে দায়ী করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার রাজ্যের আলীগড় জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি স্থানীয় সমাজবাদী পার্টিকে একই ধারায় মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, সমাজবাদী পার্টিও মুসলিম লীগের পথ অনুসরণ করছে
১ ঘণ্টা আগেইসরায়েলের সামরিক হামলায় ইরানের পারচিন এলাকার একটি অত্যন্ত গোপন পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। গত অক্টোবরের শেষ দিকে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা, এক ইসরায়েলি কর্মকর্তা
২ ঘণ্টা আগে