অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বোমা হামলা ও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। চলমান হামলার মধ্যে গত মঙ্গলবার রাতে সেখানে তুমুল ঝড়বৃষ্টি হয়েছে। এতে বাস্তুচ্যুত গাজাবাসীর ভোগান্তি আরও বেড়েছে। কারণ, ঘরহারা মানুষের অনেকে এখনো খোলা আকাশের নিচে থাকছেন। কেউ কেউ থাকছেন তাঁবু কিংবা অস্থায়ী শিবিরে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বিভিন্ন স্থানে বৃষ্টির মাত্রা ছিল ভিন্ন। গতকাল দিনভর বৃষ্টিপাত হতে পারে বলে আগেই পূর্বাভাসে জানানো হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহের আশ্রয় শিবিরে অধিকাংশেরই ভালো কোনো তাঁবু নেই। অধিকাংশ তাঁবুই তৈরি করা হয়েছে হয় তারপুলিন দিয়ে আর নয়তো দৃষ্টি চলে এমন স্বচ্ছ পলিথিন দিয়ে। অনেক তাঁবুতে মাটিতে বিছানোর মতো কোনো উপকরণ নেই। ফলে অনেকেই স্রেফ মাটিতেই ঘুমাতে বাধ্য হচ্ছেন। বৃষ্টির ফলে তাঁবুগুলো ভিজে যাওয়ায় এসব তাঁবুতে বসবাসকারীদের বিশ্রাম, ঘুম বন্ধ হয়ে গেছে।
শরণার্থীশিবিরের বাসিন্দা রামাদান মোহাদাদ নামে এক মধ্যবয়সী ব্যক্তি জানালেন তাঁর ভোগান্তির কথা। তিনি বলেন, ‘ঝড়ের কারণে আমাদের তাঁবুর তারপুলিন ছিঁড়ে সারা রাত আমাদের ওপর পানি পড়েছে।’ পরে সকাল হতে না হতেই তিনি সেই ছেঁড়া তারপুলিন মেরামতের কাজে লেগে গেছেন।
রামাদান মোহদাদ আরও বলেন, ‘আমরা খুব চেষ্টা করেছি যাতে, আমরা বৃষ্টির পানিতে না ভিজে যাই। কিন্তু তাঁবুর প্লাস্টিক আমাদের ভিজে যাওয়া থেকে রক্ষা করতে পারেনি। আমাদের সারা রাত ঘুমানোর কোনো সুযোগ হয়নি।’
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বোমা হামলা ও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। চলমান হামলার মধ্যে গত মঙ্গলবার রাতে সেখানে তুমুল ঝড়বৃষ্টি হয়েছে। এতে বাস্তুচ্যুত গাজাবাসীর ভোগান্তি আরও বেড়েছে। কারণ, ঘরহারা মানুষের অনেকে এখনো খোলা আকাশের নিচে থাকছেন। কেউ কেউ থাকছেন তাঁবু কিংবা অস্থায়ী শিবিরে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বিভিন্ন স্থানে বৃষ্টির মাত্রা ছিল ভিন্ন। গতকাল দিনভর বৃষ্টিপাত হতে পারে বলে আগেই পূর্বাভাসে জানানো হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহের আশ্রয় শিবিরে অধিকাংশেরই ভালো কোনো তাঁবু নেই। অধিকাংশ তাঁবুই তৈরি করা হয়েছে হয় তারপুলিন দিয়ে আর নয়তো দৃষ্টি চলে এমন স্বচ্ছ পলিথিন দিয়ে। অনেক তাঁবুতে মাটিতে বিছানোর মতো কোনো উপকরণ নেই। ফলে অনেকেই স্রেফ মাটিতেই ঘুমাতে বাধ্য হচ্ছেন। বৃষ্টির ফলে তাঁবুগুলো ভিজে যাওয়ায় এসব তাঁবুতে বসবাসকারীদের বিশ্রাম, ঘুম বন্ধ হয়ে গেছে।
শরণার্থীশিবিরের বাসিন্দা রামাদান মোহাদাদ নামে এক মধ্যবয়সী ব্যক্তি জানালেন তাঁর ভোগান্তির কথা। তিনি বলেন, ‘ঝড়ের কারণে আমাদের তাঁবুর তারপুলিন ছিঁড়ে সারা রাত আমাদের ওপর পানি পড়েছে।’ পরে সকাল হতে না হতেই তিনি সেই ছেঁড়া তারপুলিন মেরামতের কাজে লেগে গেছেন।
রামাদান মোহদাদ আরও বলেন, ‘আমরা খুব চেষ্টা করেছি যাতে, আমরা বৃষ্টির পানিতে না ভিজে যাই। কিন্তু তাঁবুর প্লাস্টিক আমাদের ভিজে যাওয়া থেকে রক্ষা করতে পারেনি। আমাদের সারা রাত ঘুমানোর কোনো সুযোগ হয়নি।’
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
৮ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৮ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
৯ ঘণ্টা আগে