অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত ভূখণ্ড পশ্চিম তীরে আরও ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের জেনিনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী আল-কুদস ব্রিগেড ও জেনিন ব্রিগেড জানিয়েছে, জেনিনের পশ্চিমাঞ্চলের কাফর দান গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ও বিস্ফোরকের সাহায্যে তাদের ওপর আক্রমণ চালালে তারাও পাল্টা আক্রমণ চালায়। মূলত ইসরায়েলি দখলদার বাহিনীর একটি বিশেষ ইউনিট গ্রামটিতে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষ হয়।
ইসরায়েলি বাহিনী কাফরদান গ্রামের একটি বাড়ির কিছু অংশ উড়িয়ে দেয়। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা (ইসরায়েলি সৈন্যরা) আহতদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয় এবং তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ইসরায়েলি দখলদার বাহিনী নারীসহ একটি পরিবারের সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করে।
ইসরায়েলি বাহিনী কাফরদান গ্রামটিতে অভিযান চালানোর সময় দুটি বাড়িকে ঘিরে রাখে। পরে সেই বাড়ি দুটি তারা এনেগ্রা গ্রেনেডের সাহায্যে ধসিয়ে দেয়। এ সময় ইসরায়েলি বাহিনীর একটি হেলিকপ্টারও আকাশে টহল দিচ্ছিল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ছয়জন নিহতের ঘটনা নিশ্চিত করেছে। তাঁরা হলেন—সাকার আবেদ (২৮), আহমাদ সামুদি (২৪), আয়মান আবু ফাদালা (২৪), মোহাম্মদ মারেই (৩২), মুস্তফা মারেই (২১) এবং আহমদ আবু ওবেদ (২১)।
এর আগে, গত সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাফর নি’য়ামা গ্রামে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি মারা যান। ইসরায়েলি দখলদার বাহিনীর একদল সেনা কাফর নি’য়ামা গ্রামের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে ওই চারজনকে হত্যা করে। পরে তারা ওই চারজনের মরদেহ নিয়ে যায়। কেবল তা-ই নয়, ইসরায়েলি দখলদার বাহিনী গাড়িতে গুলি চালানোর পাশাপাশি গ্রামেও ভাঙচুর চালায়। একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় আটজন আহত হন।
উল্লেখ্য, ফিলিস্তিনের অপর ভূখণ্ড গাজায় আট মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এই সময়ে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি। এ ছাড়া, আরও ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছে।
ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত ভূখণ্ড পশ্চিম তীরে আরও ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের জেনিনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী আল-কুদস ব্রিগেড ও জেনিন ব্রিগেড জানিয়েছে, জেনিনের পশ্চিমাঞ্চলের কাফর দান গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ও বিস্ফোরকের সাহায্যে তাদের ওপর আক্রমণ চালালে তারাও পাল্টা আক্রমণ চালায়। মূলত ইসরায়েলি দখলদার বাহিনীর একটি বিশেষ ইউনিট গ্রামটিতে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষ হয়।
ইসরায়েলি বাহিনী কাফরদান গ্রামের একটি বাড়ির কিছু অংশ উড়িয়ে দেয়। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা (ইসরায়েলি সৈন্যরা) আহতদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয় এবং তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ইসরায়েলি দখলদার বাহিনী নারীসহ একটি পরিবারের সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করে।
ইসরায়েলি বাহিনী কাফরদান গ্রামটিতে অভিযান চালানোর সময় দুটি বাড়িকে ঘিরে রাখে। পরে সেই বাড়ি দুটি তারা এনেগ্রা গ্রেনেডের সাহায্যে ধসিয়ে দেয়। এ সময় ইসরায়েলি বাহিনীর একটি হেলিকপ্টারও আকাশে টহল দিচ্ছিল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ছয়জন নিহতের ঘটনা নিশ্চিত করেছে। তাঁরা হলেন—সাকার আবেদ (২৮), আহমাদ সামুদি (২৪), আয়মান আবু ফাদালা (২৪), মোহাম্মদ মারেই (৩২), মুস্তফা মারেই (২১) এবং আহমদ আবু ওবেদ (২১)।
এর আগে, গত সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাফর নি’য়ামা গ্রামে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি মারা যান। ইসরায়েলি দখলদার বাহিনীর একদল সেনা কাফর নি’য়ামা গ্রামের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে ওই চারজনকে হত্যা করে। পরে তারা ওই চারজনের মরদেহ নিয়ে যায়। কেবল তা-ই নয়, ইসরায়েলি দখলদার বাহিনী গাড়িতে গুলি চালানোর পাশাপাশি গ্রামেও ভাঙচুর চালায়। একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় আটজন আহত হন।
উল্লেখ্য, ফিলিস্তিনের অপর ভূখণ্ড গাজায় আট মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এই সময়ে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি। এ ছাড়া, আরও ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
৭ মিনিট আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
২৩ মিনিট আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
৪১ মিনিট আগেএটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
২ ঘণ্টা আগে