অনলাইন ডেস্ক
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এই সফরে দুই দেশের মধ্যে জ্বালানি, তথ্য প্রযুক্তি, পরিবহন, চিকিৎসা, আবাসন খাতসহ বিভিন্ন খাতে মোট ৩৪টি বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি সই হয়েছে। তবে কেবল বাণিজ্য নয় সি’র সৌদি সফরে ভূরাজনৈতিক নানা সমীকরণও বেশ গুরুত্ব পাচ্ছে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল-অ্যারাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এটি সি’র তৃতীয় বিদেশ সফর। এই সফরে গত বুধবার সন্ধ্যায় সৌদি ও চীনের মধ্যে গ্রিন এনার্জি, গ্রিন হাইড্রোজেন, ফটোভোলটাইক এনার্জি, তথ্য প্রযুক্তি, ক্লাউড সার্ভিস, পরিবহন, লজিস্টিকস, চিকিৎসা শিল্প, আবাসন ও নির্মাণ কারখানার বিভিন্ন খাতে কয়েক ডজন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ বিন আবদুল আজিজ আল-ফালিহ চুক্তির বিষয়গুলো নিশ্চিত করে বলেছেন, ‘চুক্তিগুলো বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চীনের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সৌদি আরব যে উন্নয়নে মনোযোগী সেই আগ্রহকে প্রতিফলিত করে।’
উল্লেখ্য, সৌদি আরব এবং চীন দীর্ঘদিন ধরেই একে অপরের বড় বাণিজ্য সহযোগী। ২০২১ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ ছিল ৮০০০ কোটি এবং ২০২২ সালের তৃতীয় প্রান্তিকেই এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় ২৭ কোটি ডলার।
এদিকে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সৌদি আরবের তেলের শীর্ষ গ্রাহক। বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক অস্থিরতা এবং ভূরাজনৈতিক পুনর্গঠনের এ সময়ে দুই দেশই চায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে।
সি’র এ সফরে আগামীকাল শুক্রবার সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশাপাশি ছয় সদস্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং অন্তত ১৪টি আরব দেশের প্রধান ও চীনের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রিয়াদের সৌদি রাজপ্রাসাদ আল-ইয়ামামায়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠান পর থেকে এখন পর্যন্ত চীন ও আরব বিশ্বের মধ্যে যা হবে সবচেয়ে বড় কূটনৈতিক সম্পৃক্ততা।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এই সফরে দুই দেশের মধ্যে জ্বালানি, তথ্য প্রযুক্তি, পরিবহন, চিকিৎসা, আবাসন খাতসহ বিভিন্ন খাতে মোট ৩৪টি বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি সই হয়েছে। তবে কেবল বাণিজ্য নয় সি’র সৌদি সফরে ভূরাজনৈতিক নানা সমীকরণও বেশ গুরুত্ব পাচ্ছে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল-অ্যারাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এটি সি’র তৃতীয় বিদেশ সফর। এই সফরে গত বুধবার সন্ধ্যায় সৌদি ও চীনের মধ্যে গ্রিন এনার্জি, গ্রিন হাইড্রোজেন, ফটোভোলটাইক এনার্জি, তথ্য প্রযুক্তি, ক্লাউড সার্ভিস, পরিবহন, লজিস্টিকস, চিকিৎসা শিল্প, আবাসন ও নির্মাণ কারখানার বিভিন্ন খাতে কয়েক ডজন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ বিন আবদুল আজিজ আল-ফালিহ চুক্তির বিষয়গুলো নিশ্চিত করে বলেছেন, ‘চুক্তিগুলো বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চীনের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সৌদি আরব যে উন্নয়নে মনোযোগী সেই আগ্রহকে প্রতিফলিত করে।’
উল্লেখ্য, সৌদি আরব এবং চীন দীর্ঘদিন ধরেই একে অপরের বড় বাণিজ্য সহযোগী। ২০২১ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ ছিল ৮০০০ কোটি এবং ২০২২ সালের তৃতীয় প্রান্তিকেই এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় ২৭ কোটি ডলার।
এদিকে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সৌদি আরবের তেলের শীর্ষ গ্রাহক। বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক অস্থিরতা এবং ভূরাজনৈতিক পুনর্গঠনের এ সময়ে দুই দেশই চায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে।
সি’র এ সফরে আগামীকাল শুক্রবার সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশাপাশি ছয় সদস্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং অন্তত ১৪টি আরব দেশের প্রধান ও চীনের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রিয়াদের সৌদি রাজপ্রাসাদ আল-ইয়ামামায়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠান পর থেকে এখন পর্যন্ত চীন ও আরব বিশ্বের মধ্যে যা হবে সবচেয়ে বড় কূটনৈতিক সম্পৃক্ততা।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
৩ ঘণ্টা আগে