অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় উঠে এসেছে ভারত। ২০২১ সালের শেষ তিন মাসের হিসেবে যুক্তরাজ্যকে টপকে গেছে দেশটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ভারতের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই হিসাব করা হয়েছে কোন দেশের কাছে কি পরিমাণ ডলার রয়েছে তার ভিত্তিতে। শিগগিরই যুক্তরাজ্যের পক্ষে ভারতকে টপকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ দেশটি এরই মধ্যে গত চার দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মোকাবিলা করছে। একই সঙ্গে দেশটিতে মন্দার ঝুঁকিও বাড়ছে।
এ পূর্বাভাসে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’ জানিয়েছে, এই পরিস্থিতি ২০২৪ সাল পর্যন্ত চলতে পারে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধি ছিল মাত্র ১ শতাংশ। এ ছাড়া ভারতের রুপির তুলনায় ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দামও বেশ কমেছে। রুপির বিপরীতে ডলারের দাম কমেছে ৮ শতাংশ।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে—ভারতীয় অর্থনীতি এ বছরও ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি প্রান্তিকে বৈশ্বিক শেয়ার বাজারে ভারতীয় শেয়ারের দাম বাড়ছে। উদীয়মান বাজার সূচকে চীনের পরেই রয়েছে দেশটি। গত বুধবার ভারতের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির অর্থনীতি ১৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
সম্প্রতি ইউক্রেন সংকট শুরুর পরিপ্রেক্ষিতে ইউরোপের দেশগুলো বেশ কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতকে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে না। দেশটি রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল, সার, খাদ্যশস্য কিনছে। একই সঙ্গে পশ্চিমাদের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। অনেক বিশ্লেষকই ভারতের এই সুবিধাজনক অবস্থানকে দেশটির এগিয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন।
যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় উঠে এসেছে ভারত। ২০২১ সালের শেষ তিন মাসের হিসেবে যুক্তরাজ্যকে টপকে গেছে দেশটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ভারতের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই হিসাব করা হয়েছে কোন দেশের কাছে কি পরিমাণ ডলার রয়েছে তার ভিত্তিতে। শিগগিরই যুক্তরাজ্যের পক্ষে ভারতকে টপকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ দেশটি এরই মধ্যে গত চার দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মোকাবিলা করছে। একই সঙ্গে দেশটিতে মন্দার ঝুঁকিও বাড়ছে।
এ পূর্বাভাসে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’ জানিয়েছে, এই পরিস্থিতি ২০২৪ সাল পর্যন্ত চলতে পারে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধি ছিল মাত্র ১ শতাংশ। এ ছাড়া ভারতের রুপির তুলনায় ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দামও বেশ কমেছে। রুপির বিপরীতে ডলারের দাম কমেছে ৮ শতাংশ।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে—ভারতীয় অর্থনীতি এ বছরও ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি প্রান্তিকে বৈশ্বিক শেয়ার বাজারে ভারতীয় শেয়ারের দাম বাড়ছে। উদীয়মান বাজার সূচকে চীনের পরেই রয়েছে দেশটি। গত বুধবার ভারতের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির অর্থনীতি ১৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
সম্প্রতি ইউক্রেন সংকট শুরুর পরিপ্রেক্ষিতে ইউরোপের দেশগুলো বেশ কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতকে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে না। দেশটি রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল, সার, খাদ্যশস্য কিনছে। একই সঙ্গে পশ্চিমাদের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। অনেক বিশ্লেষকই ভারতের এই সুবিধাজনক অবস্থানকে দেশটির এগিয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন।
ইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
৮ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
১০ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
১১ ঘণ্টা আগে