তরুণ চক্রবর্তী
ঢাকা: ভারতের করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে। দেশটিতে সংক্রমণ বাড়ার সঙ্গে বাড়ছে করোনা রোগীদের অক্সিজেন-এর চাহিদাও। এমন পরিস্থিতিতে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার সরকারের কাছে জাতীয় অক্সিজেন পরিকল্পনা জানতে চেয়েছেন।
ভারতের সুপ্রিম কোর্ট বলছে, অক্সিজেনের ব্যবস্থা করা সরকারের বাধ্যবাধকতার মধ্যে পড়ে । সেইসঙ্গে সকলের জন্য টিকা বরাদ্দ করার কথাও সরকারের দায়িত্ব।
এদিকে, মুম্বাই, দিল্লির পাশাপাশি কলকাতাতেও হাসপাতালগুলি উপচে পড়ছে রোগীর ভিড়ে। কলকাতা হাইকোর্টও এদিন করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ১০৪ জন।
করোনার ভয়াবহ পরিস্থিতিতেও চলছে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া। করোনায় এরই মধ্যে দুই প্রার্থী মারা গিয়েছেন। এদিনই নতুন করে আক্রান্ত হন ভোট প্রার্থী সাধন পান্ডে, রাজল সিনহা, মদন মিত্র প্রমুখ। কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি, সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রমুখ কোভিডে আক্রান্ত। আক্রান্ত ভারতের মুখ্যনির্বাচন কমিশনার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বহু বিচারপতিও। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কও করোনায় আক্রান্ত।
এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীও কোভিড যুদ্ধে রাজ্য সরকারগুলিকে সাহায্য করতে নেমেছে বলে জানা গিয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতির কোনও আভাস নেই। বিশেষজ্ঞরা বলছেন, আগামী তিন সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে মাস্ক পরার পাশাপাশি কোভিড প্রোটোকল মানার ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংক্রমণের বিস্তাররোধে রাজ্যে রাজ্যে জারি হয়েছে লকডাউন, নৈশ কারফিউ-সহ একাধিক নিষেধাজ্ঞা।
ঢাকা: ভারতের করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে। দেশটিতে সংক্রমণ বাড়ার সঙ্গে বাড়ছে করোনা রোগীদের অক্সিজেন-এর চাহিদাও। এমন পরিস্থিতিতে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার সরকারের কাছে জাতীয় অক্সিজেন পরিকল্পনা জানতে চেয়েছেন।
ভারতের সুপ্রিম কোর্ট বলছে, অক্সিজেনের ব্যবস্থা করা সরকারের বাধ্যবাধকতার মধ্যে পড়ে । সেইসঙ্গে সকলের জন্য টিকা বরাদ্দ করার কথাও সরকারের দায়িত্ব।
এদিকে, মুম্বাই, দিল্লির পাশাপাশি কলকাতাতেও হাসপাতালগুলি উপচে পড়ছে রোগীর ভিড়ে। কলকাতা হাইকোর্টও এদিন করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ১০৪ জন।
করোনার ভয়াবহ পরিস্থিতিতেও চলছে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া। করোনায় এরই মধ্যে দুই প্রার্থী মারা গিয়েছেন। এদিনই নতুন করে আক্রান্ত হন ভোট প্রার্থী সাধন পান্ডে, রাজল সিনহা, মদন মিত্র প্রমুখ। কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি, সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রমুখ কোভিডে আক্রান্ত। আক্রান্ত ভারতের মুখ্যনির্বাচন কমিশনার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বহু বিচারপতিও। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কও করোনায় আক্রান্ত।
এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীও কোভিড যুদ্ধে রাজ্য সরকারগুলিকে সাহায্য করতে নেমেছে বলে জানা গিয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতির কোনও আভাস নেই। বিশেষজ্ঞরা বলছেন, আগামী তিন সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে মাস্ক পরার পাশাপাশি কোভিড প্রোটোকল মানার ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংক্রমণের বিস্তাররোধে রাজ্যে রাজ্যে জারি হয়েছে লকডাউন, নৈশ কারফিউ-সহ একাধিক নিষেধাজ্ঞা।
ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
১ ঘণ্টা আগেআশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
২ ঘণ্টা আগেএবার ছিল মিস ইউনিভার্সের ৭৩ তম আয়োজন। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সর্বশেষ ধাপে স্থান করে নিয়েছিলেন নাইজেরিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ডেনমার্কের প্রতিযোগীরা। তবে শেষ পর্যন্ত ডেনমার্কই পুরস্কারটি জিতে নিয়ে ইতিহাস গড়েছে।
৩ ঘণ্টা আগে