অনলাইন ডেস্ক
এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির ব্যবসাপ্রতিষ্ঠানের শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে। গতকাল বুধবার ভারতীয় পুঁজিবাজারে দরপতনের কারণে তাঁর মোট সম্পদের দাম ৬০০ কোটি ডলার কমে যায়। একটি মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাঁর বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি ও হিসাবে জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন দরপতন হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়।
৬০ বছর বয়সী আদানি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি, যাঁর আনুমানিক ১২ হাজার কোটি ডলার সমমূল্যের সম্পদ রয়েছে। অস্ট্রেলিয়ার কয়লাখনি থেকে ভারতের ব্যস্ততম বন্দর পর্যন্ত ভারতীয় এই ব্যবসায়ীর আগ্রহ রয়েছে।
ধনাঢ্য এই ব্যবসায়ী গতকাল ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নিয়ারদের’ তালিকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন। রাতারাতি তাঁর মোট সম্পদের প্রায় পাঁচ শতাংশ বা প্রায় সাড়ে ৬০০ কোটি ডলার কমে যায়। গতকাল বিনিয়োগকারীরা আদানির গ্রুপ অব কোম্পানির শেয়ার বিক্রি করতে থাকেন দেদার।
মার্কিন বিনিয়োগ গবেষণাকারী সংস্থা হ্যান্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আদানি গ্রুপ ‘কয়েক দশক ধরে নির্লজ্জভাবে একটি শেয়ার বাজারে কারসাজি করে আসছে এবং তারা হিসাব জালিয়াতিতে জড়িত।’
সংস্থাটি বলছে, তারা আদানি গ্রুপের প্রাক্তন নির্বাহীদের সাক্ষাৎকার, একাধিক দেশে আদানির মালিকানাধীন ব্যবসা পরিদর্শন এবং নথি পর্যালোচনার ভিত্তিতে দুই বছরের তদন্তের পর আদানি গ্রুপের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে।
হ্যান্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে দাবি করা হয়, আদানির বড় ভাই বিনোদ মরিশাস, সাইপ্রাস এবং বেশ কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপে ‘অফশোর শেল’ পরিচালনা করেন।
হ্যান্ডেনবার্গ বলছে, এটি তালিকাভুক্ত আদানি কোম্পানিগুলোর ‘আর্থিক অবস্থা এবং সচ্ছলতা বজায় রাখার জন্য’ অপ্রকাশিত লেনদেন এবং উপার্জনের কারসাজির অসংখ্য উদাহরণ চিহ্নিত করেছে।
পুঁজিবাজারে রেকর্ড ২৫০ কোটি ডলারের শেয়ার ছাড়ার আগমুহূর্তে আদানি গ্রুপের সঙ্গে এমন ঘটনা ঘটল। আগামী শুক্রবার প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ২৫০ কোটি ডলারের শেয়ার ছাড়বে বলে জানা গেছে।
এদিকে হ্যান্ডেনবার্গের প্রতিবেদনের পর বিবৃতি দিয়েছে আদানি গ্রুপ। তাদের প্রধান অর্থ কর্মকর্তা জুগেশিন্দার বিবৃতিতে বলেন, ‘প্রতিবেদনটি ভুল তথ্য, পুরোনো এবং ভিত্তিহীন ও ভুয়া অভিযোগের সংমিশ্রণে করা।’
আদানি গ্রুপের শেয়ার গত তিন বছরে ২০০০ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা প্রতিষ্ঠানটির মালিক আদানির মোট সম্পদে ১০ হাজার কোটি ডলারেরও বেশি যোগ করেছে। একই সঙ্গে তাঁকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় নিয়ে এসেছে।
এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির ব্যবসাপ্রতিষ্ঠানের শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে। গতকাল বুধবার ভারতীয় পুঁজিবাজারে দরপতনের কারণে তাঁর মোট সম্পদের দাম ৬০০ কোটি ডলার কমে যায়। একটি মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাঁর বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি ও হিসাবে জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন দরপতন হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়।
৬০ বছর বয়সী আদানি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি, যাঁর আনুমানিক ১২ হাজার কোটি ডলার সমমূল্যের সম্পদ রয়েছে। অস্ট্রেলিয়ার কয়লাখনি থেকে ভারতের ব্যস্ততম বন্দর পর্যন্ত ভারতীয় এই ব্যবসায়ীর আগ্রহ রয়েছে।
ধনাঢ্য এই ব্যবসায়ী গতকাল ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নিয়ারদের’ তালিকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন। রাতারাতি তাঁর মোট সম্পদের প্রায় পাঁচ শতাংশ বা প্রায় সাড়ে ৬০০ কোটি ডলার কমে যায়। গতকাল বিনিয়োগকারীরা আদানির গ্রুপ অব কোম্পানির শেয়ার বিক্রি করতে থাকেন দেদার।
মার্কিন বিনিয়োগ গবেষণাকারী সংস্থা হ্যান্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আদানি গ্রুপ ‘কয়েক দশক ধরে নির্লজ্জভাবে একটি শেয়ার বাজারে কারসাজি করে আসছে এবং তারা হিসাব জালিয়াতিতে জড়িত।’
সংস্থাটি বলছে, তারা আদানি গ্রুপের প্রাক্তন নির্বাহীদের সাক্ষাৎকার, একাধিক দেশে আদানির মালিকানাধীন ব্যবসা পরিদর্শন এবং নথি পর্যালোচনার ভিত্তিতে দুই বছরের তদন্তের পর আদানি গ্রুপের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে।
হ্যান্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে দাবি করা হয়, আদানির বড় ভাই বিনোদ মরিশাস, সাইপ্রাস এবং বেশ কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপে ‘অফশোর শেল’ পরিচালনা করেন।
হ্যান্ডেনবার্গ বলছে, এটি তালিকাভুক্ত আদানি কোম্পানিগুলোর ‘আর্থিক অবস্থা এবং সচ্ছলতা বজায় রাখার জন্য’ অপ্রকাশিত লেনদেন এবং উপার্জনের কারসাজির অসংখ্য উদাহরণ চিহ্নিত করেছে।
পুঁজিবাজারে রেকর্ড ২৫০ কোটি ডলারের শেয়ার ছাড়ার আগমুহূর্তে আদানি গ্রুপের সঙ্গে এমন ঘটনা ঘটল। আগামী শুক্রবার প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ২৫০ কোটি ডলারের শেয়ার ছাড়বে বলে জানা গেছে।
এদিকে হ্যান্ডেনবার্গের প্রতিবেদনের পর বিবৃতি দিয়েছে আদানি গ্রুপ। তাদের প্রধান অর্থ কর্মকর্তা জুগেশিন্দার বিবৃতিতে বলেন, ‘প্রতিবেদনটি ভুল তথ্য, পুরোনো এবং ভিত্তিহীন ও ভুয়া অভিযোগের সংমিশ্রণে করা।’
আদানি গ্রুপের শেয়ার গত তিন বছরে ২০০০ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা প্রতিষ্ঠানটির মালিক আদানির মোট সম্পদে ১০ হাজার কোটি ডলারেরও বেশি যোগ করেছে। একই সঙ্গে তাঁকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় নিয়ে এসেছে।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
৮ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৯ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
৯ ঘণ্টা আগে