অনলাইন ডেস্ক
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করার পর কেউ সীমান্তের ওপারে পালিয়ে গেলে তাকে হত্যা করতে ভারত পাকিস্তানে প্রবেশ করবে। গতকাল শুক্রবার সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজ এইটিনকে এ কথা বলেন রাজনাথ সিং। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে ভারত ও পাকিস্তান সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশের একদিন পরই ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছিল, বিদেশের মাটিতে বসবাসকারী সন্ত্রাসীদের নির্মূল করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ২০২০ সাল থেকে পাকিস্তানে প্রায় ২০ জনকে হত্যা করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গার্ডিয়ানের প্রতিবেদনটি সম্পর্কে মন্তব্য করার জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা বরাবরের মতোই অস্বীকার করে আসছে পাকিস্তান।
প্রতিবেদনটি সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাজনাথ সিং সিএনএন নিউজ এইটিনকে বলেন, ‘সন্ত্রাসীরা পাকিস্তানে পালিয়ে গেলে আমরা তাদের হত্যা করতে পাকিস্তানে প্রবেশ করব। ভারত সব সময় তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু কেউ যদি ভারতকে বারবার চোখ রাঙায়, ভারতে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে, আমরা তাদের ছেড়ে দেব না।’
২০১৯ সালে কাশ্মীরে একটি ভারতীয় সামরিক বহরে আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গিদের জড়িত থাকার খবর পাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। এর ধারাবাহিকতায় পাকিস্তানের একটি জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল নয়াদিল্লি।
এ বছরের শুরুতে পাকিস্তান বলেছিল যে, তাদের মাটিতে পাকিস্তানের দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে তাদের কাছে। তবে পাকিস্তানের এই অভিযোগকে ‘মিথ্যা ও বিদ্বেষপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।
কানাডা এবং যুক্তরাষ্ট্রও তাদের দেশে মানুষ হত্যা বা হত্যার চেষ্টা করার ব্যাপারে ভারতকে অভিযুক্ত করেছিল। সেই অভিযোগগুলোর কয়েক মাস পরে এল গার্ডিয়ানের এই আলোচিত প্রতিবেদন।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করার পর কেউ সীমান্তের ওপারে পালিয়ে গেলে তাকে হত্যা করতে ভারত পাকিস্তানে প্রবেশ করবে। গতকাল শুক্রবার সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজ এইটিনকে এ কথা বলেন রাজনাথ সিং। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে ভারত ও পাকিস্তান সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশের একদিন পরই ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছিল, বিদেশের মাটিতে বসবাসকারী সন্ত্রাসীদের নির্মূল করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ২০২০ সাল থেকে পাকিস্তানে প্রায় ২০ জনকে হত্যা করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গার্ডিয়ানের প্রতিবেদনটি সম্পর্কে মন্তব্য করার জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা বরাবরের মতোই অস্বীকার করে আসছে পাকিস্তান।
প্রতিবেদনটি সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাজনাথ সিং সিএনএন নিউজ এইটিনকে বলেন, ‘সন্ত্রাসীরা পাকিস্তানে পালিয়ে গেলে আমরা তাদের হত্যা করতে পাকিস্তানে প্রবেশ করব। ভারত সব সময় তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু কেউ যদি ভারতকে বারবার চোখ রাঙায়, ভারতে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে, আমরা তাদের ছেড়ে দেব না।’
২০১৯ সালে কাশ্মীরে একটি ভারতীয় সামরিক বহরে আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গিদের জড়িত থাকার খবর পাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। এর ধারাবাহিকতায় পাকিস্তানের একটি জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল নয়াদিল্লি।
এ বছরের শুরুতে পাকিস্তান বলেছিল যে, তাদের মাটিতে পাকিস্তানের দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে তাদের কাছে। তবে পাকিস্তানের এই অভিযোগকে ‘মিথ্যা ও বিদ্বেষপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।
কানাডা এবং যুক্তরাষ্ট্রও তাদের দেশে মানুষ হত্যা বা হত্যার চেষ্টা করার ব্যাপারে ভারতকে অভিযুক্ত করেছিল। সেই অভিযোগগুলোর কয়েক মাস পরে এল গার্ডিয়ানের এই আলোচিত প্রতিবেদন।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
১৬ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৪৩ মিনিট আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
১ ঘণ্টা আগে