সিত্রাংয়ের জেরে পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ১৪: ৩৬

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জেরে ভারতের পশ্চিমবঙ্গে ঝড়ের সতর্কবার্তা আগেই ছিল। সোমবার (২৩ অক্টোবর) সকালে ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে রাজ্যের আবহাওয়া অফিস। দুপুরে উপকূলের অনেকটা কাছে চলে আসে সিত্রাং। 

ভোর থেকে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয় বেশ কিছু এলাকায়। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই ঝিরঝিরে বৃষ্টি কিছুই না। সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি আরও বাড়তে পারে। 
ইতিমধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সাত জেলার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা। 

এর মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 

সোম ও মঙ্গলবার উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উপকূলবর্তী এলাকাগুলোতে ৬ মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত