অনলাইন ডেস্ক
স্কুলে যেতে ভালো লাগে না ছোট্ট সিরাত নাজের। তার স্কুলের মেঝে অপরিষ্কার, বসার বেঞ্চ নেই। নোংরা মেঝেতে বসলে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। সে কিছু একটা করতে চায়।
কী করা যায়, কী করা যায়, ভাবতে ভাবতে সে একটি ভিডিও করে বসে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, সিরাত নাজ নামের খুদে শিক্ষার্থীটির বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহাই মালহার গ্রামে। ভিডিওতে দেখা গেছে, সিরাত নাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলছে, ‘প্লিজ মোদিজি, আমাদের স্কুলটা সুন্দর করে বানিয়ে দিন।’
ভিডিওটি ‘মারমিক নিউজ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করার পর এখন পর্যন্ত ২০ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে দর্শক লাইক, লাভসহ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ১৬ হাজার।
সিরাত নাজ নিজেকে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে ভিডিওতে কথা বলতে শুরু করে। প্রথমে সে বলে, ‘মোদিজি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। এরপর স্কুলের করিডরে হাঁটাহাঁটি করে সে স্কুলের পরিস্থিতি তুলে ধরে ভিডিওতে। মেঝে দেখিয়ে সে বলে, ‘দেখুন, মেঝে কত নোংরা। এখানেই আমাদের বসতে হয়।’
এরপর সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি অসমাপ্ত ভবন দেখিয়ে বলে, ‘দেখুন, পাঁচ বছর ধরে বিল্ডিংটি এমন নোংরা হয়ে পড়ে আছে। চলুন, আপনাকে এর ভেতরটা দেখাই।’
ধুলোবালু ভরা একটি মেঝে দেখিয়ে সে বলে, ‘আমাদের বসার মতো বেঞ্চ পর্যন্ত নেই। আমাদের মেঝেতে বসতে হয়। এতে স্কুলের পোশাক নোংরা হয়ে যায়। এ জন্য মা প্রায়ই আমাদের বকাঝকা করেন। প্লিজ, মোদি জি, আমাদের একটি সুন্দর স্কুল বানিয়ে দিন।’
ভিডিওটির ব্যাপ্তি ছিল ৫ মিনিটের মতো।
স্কুলে যেতে ভালো লাগে না ছোট্ট সিরাত নাজের। তার স্কুলের মেঝে অপরিষ্কার, বসার বেঞ্চ নেই। নোংরা মেঝেতে বসলে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। সে কিছু একটা করতে চায়।
কী করা যায়, কী করা যায়, ভাবতে ভাবতে সে একটি ভিডিও করে বসে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, সিরাত নাজ নামের খুদে শিক্ষার্থীটির বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহাই মালহার গ্রামে। ভিডিওতে দেখা গেছে, সিরাত নাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলছে, ‘প্লিজ মোদিজি, আমাদের স্কুলটা সুন্দর করে বানিয়ে দিন।’
ভিডিওটি ‘মারমিক নিউজ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করার পর এখন পর্যন্ত ২০ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে দর্শক লাইক, লাভসহ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ১৬ হাজার।
সিরাত নাজ নিজেকে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে ভিডিওতে কথা বলতে শুরু করে। প্রথমে সে বলে, ‘মোদিজি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। এরপর স্কুলের করিডরে হাঁটাহাঁটি করে সে স্কুলের পরিস্থিতি তুলে ধরে ভিডিওতে। মেঝে দেখিয়ে সে বলে, ‘দেখুন, মেঝে কত নোংরা। এখানেই আমাদের বসতে হয়।’
এরপর সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি অসমাপ্ত ভবন দেখিয়ে বলে, ‘দেখুন, পাঁচ বছর ধরে বিল্ডিংটি এমন নোংরা হয়ে পড়ে আছে। চলুন, আপনাকে এর ভেতরটা দেখাই।’
ধুলোবালু ভরা একটি মেঝে দেখিয়ে সে বলে, ‘আমাদের বসার মতো বেঞ্চ পর্যন্ত নেই। আমাদের মেঝেতে বসতে হয়। এতে স্কুলের পোশাক নোংরা হয়ে যায়। এ জন্য মা প্রায়ই আমাদের বকাঝকা করেন। প্লিজ, মোদি জি, আমাদের একটি সুন্দর স্কুল বানিয়ে দিন।’
ভিডিওটির ব্যাপ্তি ছিল ৫ মিনিটের মতো।
ইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
২ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
৫ ঘণ্টা আগে