অনলাইন ডেস্ক
ভারতের হরিয়ানা রাজ্যের ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) সভাপতি সাবেক বিধায়ক নাফি সিং রাঠিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় ঝাজর জেলায় নিজের বিলাসবহুল গাড়িতে হামলার শিকার হন তিনি। তাঁর সঙ্গে গাড়িতে থাকা আরও দুজনও নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, হামলার সময় রাঠি ও তাঁর সহযোগীরা গাড়িতেই ছিলেন। দুর্বৃত্তরা গাড়িতে করে এসে তাঁদের ওপর গুলি চালায়। হামলার পরই পালিয়ে যায় হামলাকারীরা।
আহতদের তৎক্ষণাৎ নিকটবর্তী ব্রহ্ম শক্তি সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা রাঠিকে মৃত ঘোষণা করেন।
আইএনএলডির গণমাধ্যম বিষয়ক প্রধান রাকেশ সিহাগ দুর্বৃত্তদের গুলিতে নাফি সিং রাঠির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নাফি সিং রাঠি বাহাদুরগড় থেকে আইএনএলডির বিধায়ক ছিলেন, নিজ নির্বাচনী এলাকাতেই প্রাণ হারালেন তিনি। ভয়াবহ এই হামলার পর সতর্ক অবস্থান নিয়েছে রাজ্য পুলিশ। দ্রুতই পুলিশের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আলামত সংগ্রহ করে।
কর্তৃপক্ষ আশপাশের বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীর আগমনের পথ এবং পালানোর পথ চিহ্নিত করার চেষ্টা করছে।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী কালা জাঠেদি এই হামলার পেছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাফি সিং রাঠির একজন বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব। তিনি হরিয়ানা বিধানসভায় দুইবার বিধায়ক ছিলেন। হরিয়ানা সাবেক বিধায়ক সমিতির রাজ্য সভাপতিও ছিলেন তিনি। রাঠি একবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন।
এ ছাড়া রাঠি বাহাদুরগড় মিউনিসিপ্যাল কাউন্সিলে দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্বপালন করেছেন।
গত বছর হরিয়ানার সাবেক মন্ত্রী মাঙ্গে রাম রাঠির ছেলে জগদীশ রাঠি আত্মহত্যা করেন। এ ঘটনায় নাফি সিং রাঠির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করা হয়। রাঠি ও তাঁর ভাগনে সোনুর বিরুদ্ধে হেনস্তারও অভিযোগ ওঠে। ২০২৩ সালের ২৪ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন পান রাঠি।
ভারতের হরিয়ানা রাজ্যের ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) সভাপতি সাবেক বিধায়ক নাফি সিং রাঠিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় ঝাজর জেলায় নিজের বিলাসবহুল গাড়িতে হামলার শিকার হন তিনি। তাঁর সঙ্গে গাড়িতে থাকা আরও দুজনও নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, হামলার সময় রাঠি ও তাঁর সহযোগীরা গাড়িতেই ছিলেন। দুর্বৃত্তরা গাড়িতে করে এসে তাঁদের ওপর গুলি চালায়। হামলার পরই পালিয়ে যায় হামলাকারীরা।
আহতদের তৎক্ষণাৎ নিকটবর্তী ব্রহ্ম শক্তি সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা রাঠিকে মৃত ঘোষণা করেন।
আইএনএলডির গণমাধ্যম বিষয়ক প্রধান রাকেশ সিহাগ দুর্বৃত্তদের গুলিতে নাফি সিং রাঠির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নাফি সিং রাঠি বাহাদুরগড় থেকে আইএনএলডির বিধায়ক ছিলেন, নিজ নির্বাচনী এলাকাতেই প্রাণ হারালেন তিনি। ভয়াবহ এই হামলার পর সতর্ক অবস্থান নিয়েছে রাজ্য পুলিশ। দ্রুতই পুলিশের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আলামত সংগ্রহ করে।
কর্তৃপক্ষ আশপাশের বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীর আগমনের পথ এবং পালানোর পথ চিহ্নিত করার চেষ্টা করছে।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী কালা জাঠেদি এই হামলার পেছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাফি সিং রাঠির একজন বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব। তিনি হরিয়ানা বিধানসভায় দুইবার বিধায়ক ছিলেন। হরিয়ানা সাবেক বিধায়ক সমিতির রাজ্য সভাপতিও ছিলেন তিনি। রাঠি একবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন।
এ ছাড়া রাঠি বাহাদুরগড় মিউনিসিপ্যাল কাউন্সিলে দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্বপালন করেছেন।
গত বছর হরিয়ানার সাবেক মন্ত্রী মাঙ্গে রাম রাঠির ছেলে জগদীশ রাঠি আত্মহত্যা করেন। এ ঘটনায় নাফি সিং রাঠির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করা হয়। রাঠি ও তাঁর ভাগনে সোনুর বিরুদ্ধে হেনস্তারও অভিযোগ ওঠে। ২০২৩ সালের ২৪ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন পান রাঠি।
এটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
১ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ শুরু হবে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকবে জার্মানি। সেখানে প্রদর্শিত হবে জার্মানির
১ ঘণ্টা আগেভারত ভাগের জন্য মুসলিম লীগকে দায়ী করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার রাজ্যের আলীগড় জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি স্থানীয় সমাজবাদী পার্টিকে একই ধারায় মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, সমাজবাদী পার্টিও মুসলিম লীগের পথ অনুসরণ করছে
২ ঘণ্টা আগেইসরায়েলের সামরিক হামলায় ইরানের পারচিন এলাকার একটি অত্যন্ত গোপন পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। গত অক্টোবরের শেষ দিকে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা, এক ইসরায়েলি কর্মকর্তা
৩ ঘণ্টা আগে