অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভারত সফরে আসছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ছেলে চলতি মাসেই ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। মূলত ভারতীয় রিয়েল এস্টেট বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েই আসছেন তিনি।
নিউইয়র্ক ভিত্তিক দ্য ট্রাম্প অর্গানাইজেশন মুম্বাই ভিত্তিক ট্রাইবেকা ডেভেলপারদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ভারতীয় রিয়েল এস্টেট বাজারে প্রবেশ করছে।
মার্কিন সংস্থাটির সঙ্গে ‘ট্রাম্প’ ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল প্রকল্প নির্মাণ করতে লোধা গ্রুপসহ স্থানীয় ডেভেলপারদের সঙ্গে চুক্তি করেছে ভারতীয় ট্রাইবেকা। এখন পর্যন্ত চারটি বিলাসবহুল প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পুনেতে এরই মধ্যে একটি সম্পন্ন হয়েছে।
ট্রাইবেকা ডেভেলপার্স এক বিবৃতিতে বলেছে, ট্রাইবেকা ডেভেলপারসের ১০ তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এ মাসে ভারতে আসবেন বলে আশা করা হচ্ছে। এ সফরের সময় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ট্রাইবেকা ডেভেলপারসের প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা উভয়েই দেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করতে পারেন।
এ উপলক্ষে কল্পেশ মেহতা এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ট্রাইবেকার ব্যবসায়িক সম্পর্ক ১০ বছরের। কয়েক বছর ধরে এ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ছাড়া আমাদের ১০ বছর পূর্তি উদ্যাপন সম্পূর্ণ হতো না।’
এই সফরে ট্রাম্প সংস্থার সঙ্গে ট্রাইবেকারের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এবং অন্যান্য উল্লেখযোগ্য অগ্রগতি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন কল্পেশ।
ভারতে বর্তমানে চারটি ট্রাম্প প্রকল্প রয়েছে। এগুলো হলো—ট্রাম্প টাওয়ার দিল্লি-এনসিআর, ট্রাম্প টাওয়ার কলকাতা, ট্রাম্প টাওয়ার পুনে এবং ট্রাম্প টাওয়ার মুম্বাই।
ভারতে ট্রাম্প কোম্পানি এরই মধ্যে পঞ্চশীল রিয়েলটির সঙ্গে অংশীদারত্বে পুনেতে একটি বিলাসবহুল প্রকল্প সম্পন্ন করেছে। মুম্বাইতে একটি আবাসন প্রকল্পের জন্য ২০১৪ সালে লোধা গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ট্রাম্প অর্গানাইজেশন। বর্তমানে প্রকল্পটি নির্মাণাধীন।
২০১৭ সালের নভেম্বরে ১৪০টি অতি-বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিশিষ্ট কলকাতায় ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়। ইউনিমার্ক গ্রুপ, আরডিবি গ্রুপ এবং ট্রাইবেকা ডেভেলপার্স এই টাওয়ার নির্মাণ করে।
২০১৮ সালে হরিয়ানার গুড়গাঁওয়ে ট্রাম্প অর্গানাইজেশনের চতুর্থ আবাসন প্রকল্পটি এমথ্রিএম রিয়েল এস্টেট নির্মাণ করে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভারত সফরে আসছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ছেলে চলতি মাসেই ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। মূলত ভারতীয় রিয়েল এস্টেট বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েই আসছেন তিনি।
নিউইয়র্ক ভিত্তিক দ্য ট্রাম্প অর্গানাইজেশন মুম্বাই ভিত্তিক ট্রাইবেকা ডেভেলপারদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ভারতীয় রিয়েল এস্টেট বাজারে প্রবেশ করছে।
মার্কিন সংস্থাটির সঙ্গে ‘ট্রাম্প’ ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল প্রকল্প নির্মাণ করতে লোধা গ্রুপসহ স্থানীয় ডেভেলপারদের সঙ্গে চুক্তি করেছে ভারতীয় ট্রাইবেকা। এখন পর্যন্ত চারটি বিলাসবহুল প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পুনেতে এরই মধ্যে একটি সম্পন্ন হয়েছে।
ট্রাইবেকা ডেভেলপার্স এক বিবৃতিতে বলেছে, ট্রাইবেকা ডেভেলপারসের ১০ তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এ মাসে ভারতে আসবেন বলে আশা করা হচ্ছে। এ সফরের সময় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ট্রাইবেকা ডেভেলপারসের প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা উভয়েই দেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করতে পারেন।
এ উপলক্ষে কল্পেশ মেহতা এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ট্রাইবেকার ব্যবসায়িক সম্পর্ক ১০ বছরের। কয়েক বছর ধরে এ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ছাড়া আমাদের ১০ বছর পূর্তি উদ্যাপন সম্পূর্ণ হতো না।’
এই সফরে ট্রাম্প সংস্থার সঙ্গে ট্রাইবেকারের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এবং অন্যান্য উল্লেখযোগ্য অগ্রগতি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন কল্পেশ।
ভারতে বর্তমানে চারটি ট্রাম্প প্রকল্প রয়েছে। এগুলো হলো—ট্রাম্প টাওয়ার দিল্লি-এনসিআর, ট্রাম্প টাওয়ার কলকাতা, ট্রাম্প টাওয়ার পুনে এবং ট্রাম্প টাওয়ার মুম্বাই।
ভারতে ট্রাম্প কোম্পানি এরই মধ্যে পঞ্চশীল রিয়েলটির সঙ্গে অংশীদারত্বে পুনেতে একটি বিলাসবহুল প্রকল্প সম্পন্ন করেছে। মুম্বাইতে একটি আবাসন প্রকল্পের জন্য ২০১৪ সালে লোধা গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ট্রাম্প অর্গানাইজেশন। বর্তমানে প্রকল্পটি নির্মাণাধীন।
২০১৭ সালের নভেম্বরে ১৪০টি অতি-বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিশিষ্ট কলকাতায় ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়। ইউনিমার্ক গ্রুপ, আরডিবি গ্রুপ এবং ট্রাইবেকা ডেভেলপার্স এই টাওয়ার নির্মাণ করে।
২০১৮ সালে হরিয়ানার গুড়গাঁওয়ে ট্রাম্প অর্গানাইজেশনের চতুর্থ আবাসন প্রকল্পটি এমথ্রিএম রিয়েল এস্টেট নির্মাণ করে।
অমিত শাহ বলেন, ‘হেমন্ত সরেন অনুপ্রবেশকারীদের প্রবেশ করতে দিচ্ছেন। তারা উপজাতিদের জমি দখল করছে। এটি কখনোই মেনে নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘হেমন্ত সরেন কংগ্রেসের সহযোগিতায় মুসলিমদের জন্য সংরক্ষণ (কোটা) ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, বিজেপি এ ধরনের কোনো পরিকল্পনা সফল হতে দেবে
২০ মিনিট আগেচীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
১ ঘণ্টা আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
১ ঘণ্টা আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
২ ঘণ্টা আগে