অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা শুধু সহ্য করছি, পরাজিত হয়নি। এই যুদ্ধে জয়ের জন্য ইউক্রেন সবকিছু করবে।’ আজ শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এসব বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, বুচাসহ ইউক্রেনজুড়ে মানবতাবিরোধী অপরাধ করেছে রুশ বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সংঘাত ইউরোপে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।
ইউক্রেন ভেঙে পড়েনি উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, ‘আমরা ভেঙে পড়েছি, আত্মসমর্পণও করিনি। আমরা জানি, প্রতিটি আগামীকাল লড়াইয়ের জন্য মূল্যবান।’
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের সেনাবাহিনী, চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং বিদেশি অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা সমস্ত হুমকি, গোলাবর্ষণ, ক্লাস্টার বোমা, ক্রুজ মিসাইল, কামিকাজে ড্রোন, ব্ল্যাকআউট ও ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা এসবের চেয়ে শক্তিশালী।’
এদিকে ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাজ্যজুড়ে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, স্থানীয় সময় বেলা ১১টায় নীরবতা পালন করা হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকীতে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে ফ্রান্স ইউক্রেনীয় পতাকার নীল এবং হলুদ রঙে প্যারিসের আইফেল টাওয়ারে আলো জ্বালিয়েছে। প্যারিসের মেয়র অ্যান হিডালগো এক বক্তৃতায় বলেছেন, এই যুদ্ধের পরে একটি জীবন পাওয়া যাবে, কারণ (রাশিয়ার বিরুদ্ধে) ইউক্রেনই জিতবে।
অন্যদিকে ইউক্রেনের পতাকা জড়িয়ে লন্ডনে বহু মানুষ একটি ব্যানার সামনে তুলে ধরে। সেখানে লেখা ছিল—‘যদি আপনি স্বাধীনতার পক্ষে দাঁড়ান তবে ইউক্রেনের পক্ষে দাঁড়ান।’
গতকাল বৃহস্পতিবার রাতে ইউক্রেন থেকে নিঃশর্তভাবে রাশিয়ার সব সেনা শিগগির প্রত্যাহারের দাবি এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ১৪১টি ভোট পড়েছিল। এতে বাংলাদেশ ছাড়াও ৩১টি দেশ ভোট দেয়নি আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম আক্রমণ চালিয়েছিল রাশিয়া। তার ঠিক এক বছর পর জাতিসংঘে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হলো।
ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা শুধু সহ্য করছি, পরাজিত হয়নি। এই যুদ্ধে জয়ের জন্য ইউক্রেন সবকিছু করবে।’ আজ শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এসব বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, বুচাসহ ইউক্রেনজুড়ে মানবতাবিরোধী অপরাধ করেছে রুশ বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সংঘাত ইউরোপে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।
ইউক্রেন ভেঙে পড়েনি উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, ‘আমরা ভেঙে পড়েছি, আত্মসমর্পণও করিনি। আমরা জানি, প্রতিটি আগামীকাল লড়াইয়ের জন্য মূল্যবান।’
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের সেনাবাহিনী, চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং বিদেশি অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা সমস্ত হুমকি, গোলাবর্ষণ, ক্লাস্টার বোমা, ক্রুজ মিসাইল, কামিকাজে ড্রোন, ব্ল্যাকআউট ও ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা এসবের চেয়ে শক্তিশালী।’
এদিকে ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাজ্যজুড়ে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, স্থানীয় সময় বেলা ১১টায় নীরবতা পালন করা হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকীতে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে ফ্রান্স ইউক্রেনীয় পতাকার নীল এবং হলুদ রঙে প্যারিসের আইফেল টাওয়ারে আলো জ্বালিয়েছে। প্যারিসের মেয়র অ্যান হিডালগো এক বক্তৃতায় বলেছেন, এই যুদ্ধের পরে একটি জীবন পাওয়া যাবে, কারণ (রাশিয়ার বিরুদ্ধে) ইউক্রেনই জিতবে।
অন্যদিকে ইউক্রেনের পতাকা জড়িয়ে লন্ডনে বহু মানুষ একটি ব্যানার সামনে তুলে ধরে। সেখানে লেখা ছিল—‘যদি আপনি স্বাধীনতার পক্ষে দাঁড়ান তবে ইউক্রেনের পক্ষে দাঁড়ান।’
গতকাল বৃহস্পতিবার রাতে ইউক্রেন থেকে নিঃশর্তভাবে রাশিয়ার সব সেনা শিগগির প্রত্যাহারের দাবি এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ১৪১টি ভোট পড়েছিল। এতে বাংলাদেশ ছাড়াও ৩১টি দেশ ভোট দেয়নি আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম আক্রমণ চালিয়েছিল রাশিয়া। তার ঠিক এক বছর পর জাতিসংঘে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হলো।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
২৬ মিনিট আগেশিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগে