অনলাইন ডেস্ক
দাদা বেনিতো মুসোলিনি। ইতালির কুখ্যাত স্বৈরশাসক। তাঁর নাতনি র্যাচেল মুসোলিনি। রোমের সিটি কাউন্সিল ভোটে তিনি পেলেন সর্বোচ্চ ভোট। গত বুধবার আনুষ্ঠানিক ভাবে ভোটের ফল প্রকাশ করা হয়।
নব্য ফ্যাসিস্ট রক্ষণশীল দল এমএসআই পার্টির উত্তরসূরি ফ্রাতেল্লি দি’ইতালিয়া বা ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন র্যাচেল। তিনি পেয়েছেন ৮ হাজার ২৬৪ ভোট। ২০১৬ সালে প্রথম যখন সিটি কাউন্সিলে লড়েছিলেন তখন তিনি ৬৫৭ ভোট পেয়েছিলেন।
বুধবার লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাচেল বলেন, ভোটাররা তাঁর পদবিকে খুব একটা গুরুত্ব দেননি। বরং সিটি কাউন্সিলের তাঁর এত দিনের সেবা কার্যক্রমকেই তাঁরা গুরুত্ব দিয়েছেন।
উল্লেখ্য, বেনিতো মুসোলিনির দ্বিতীয় স্ত্রীর নামও র্যাচেল মুসোলিনি। তাঁর আরেক নাম ডোনা র্যাচেল।
র্যাচেল বলেন, এই ভোটাররাই কিন্তু স্কুলে আমার দিকে আঙুল তুলত। এরপর আমি র্যাচেল হয়ে উঠেছি, আমি আমার পদবিকে ছাড়িয়ে গেছি। তবে যাই হোক এই নামটা কিন্তু আমার জন্য একটা বোঝাই।
ফ্যাসিজম সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা কি? এ প্রশ্নে র্যাচেল ইতালীয় পত্রিকাটিকে বলেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত আমাদের টানা কথা বলে যেতে হবে।
স্বৈরশাসক বেনিতো মুসোলিনিকে নিয়ে ইতালির নাগরিকদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও তাঁর উত্তরাধিকারীরা কিন্তু রাজনীতি আছেন। রাজনীতিতে তাঁর বংশধর হিসেবে র্যাচেল মুসোলিনিই প্রথম নন। এর আগে সিলভিও বেরলুসকোনির সরকারে পার্লামেন্ট সদস্য ছিলেন র্যাচেলের সৎবোন আলেসান্দ্রা মুসোলিনি। বেরলুসকোনির জোট সরকারের মধ্য ডানপন্থী শরিক পিপল অব ফ্রিডমের সংসদ সদস্য ছিলেন তিনি। তিনি ইউরোপীয় পার্লামেন্টেরও সদস্য ছিলেন।
দাদা বেনিতো মুসোলিনি। ইতালির কুখ্যাত স্বৈরশাসক। তাঁর নাতনি র্যাচেল মুসোলিনি। রোমের সিটি কাউন্সিল ভোটে তিনি পেলেন সর্বোচ্চ ভোট। গত বুধবার আনুষ্ঠানিক ভাবে ভোটের ফল প্রকাশ করা হয়।
নব্য ফ্যাসিস্ট রক্ষণশীল দল এমএসআই পার্টির উত্তরসূরি ফ্রাতেল্লি দি’ইতালিয়া বা ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন র্যাচেল। তিনি পেয়েছেন ৮ হাজার ২৬৪ ভোট। ২০১৬ সালে প্রথম যখন সিটি কাউন্সিলে লড়েছিলেন তখন তিনি ৬৫৭ ভোট পেয়েছিলেন।
বুধবার লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাচেল বলেন, ভোটাররা তাঁর পদবিকে খুব একটা গুরুত্ব দেননি। বরং সিটি কাউন্সিলের তাঁর এত দিনের সেবা কার্যক্রমকেই তাঁরা গুরুত্ব দিয়েছেন।
উল্লেখ্য, বেনিতো মুসোলিনির দ্বিতীয় স্ত্রীর নামও র্যাচেল মুসোলিনি। তাঁর আরেক নাম ডোনা র্যাচেল।
র্যাচেল বলেন, এই ভোটাররাই কিন্তু স্কুলে আমার দিকে আঙুল তুলত। এরপর আমি র্যাচেল হয়ে উঠেছি, আমি আমার পদবিকে ছাড়িয়ে গেছি। তবে যাই হোক এই নামটা কিন্তু আমার জন্য একটা বোঝাই।
ফ্যাসিজম সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা কি? এ প্রশ্নে র্যাচেল ইতালীয় পত্রিকাটিকে বলেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত আমাদের টানা কথা বলে যেতে হবে।
স্বৈরশাসক বেনিতো মুসোলিনিকে নিয়ে ইতালির নাগরিকদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও তাঁর উত্তরাধিকারীরা কিন্তু রাজনীতি আছেন। রাজনীতিতে তাঁর বংশধর হিসেবে র্যাচেল মুসোলিনিই প্রথম নন। এর আগে সিলভিও বেরলুসকোনির সরকারে পার্লামেন্ট সদস্য ছিলেন র্যাচেলের সৎবোন আলেসান্দ্রা মুসোলিনি। বেরলুসকোনির জোট সরকারের মধ্য ডানপন্থী শরিক পিপল অব ফ্রিডমের সংসদ সদস্য ছিলেন তিনি। তিনি ইউরোপীয় পার্লামেন্টেরও সদস্য ছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস ওষুধ ও রসায়ন খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ দেশটির মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। আর এর ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তাই, ট্রাম্
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
৫ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৭ ঘণ্টা আগে