অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় বিদ্রোহের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনো প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি অর্জন করতে আমাদের একটু সময় লাগবে।’
কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে দেড় মাস আগে যুক্তরাজ্যের ক্ষমতায় আসেন লিজ ট্রাস। ক্ষমতায় এসেই ‘মিনি বাজেট’ প্রণয়নসহ আরও কিছু অজনপ্রিয় অর্থনৈতিক পদক্ষেপ নেন তিনি। এসব পদক্ষেপের কারণে বিরোধী দল ও নিজ দলের এমপিদের কাছেই বিতর্কিত হয়ে পড়েন। তারা লিজের পদত্যাগ দাবি করেছেন।
এমন পরিস্থিতিতে বিবিসির সাক্ষাৎকারে ক্ষমা চান লিজ ট্রাস। তিনি বলেছেন, ‘ভুল যা কিছু হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। স্বল্প কর, উচ্চ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার।’
লিজ ট্রাস আরও বলেছেন, ‘আমি মনে করি, তিনিই একজন সৎ রাজনীতিক, যিনি বলেন, আমি ভুল করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন ভুলটির সমাধান করার চেষ্টা করছি।’ এ সময় তিনি আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেবেন বলেও জানান।
তবে যুক্তরাজ্যের ছায়া সরকারের অর্থমন্ত্রী জেমস মুরে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি তাঁর ‘মিনি বাজেট’ দেওয়ার পর যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবে না। ক্ষমাপ্রার্থনা করলেই বাস্তবতা পরিবর্তন হবে না। তাঁর ভুলের মূল্য দিতে হচ্ছে কর্মজীবী মানুষকে।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় বিদ্রোহের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনো প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি অর্জন করতে আমাদের একটু সময় লাগবে।’
কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে দেড় মাস আগে যুক্তরাজ্যের ক্ষমতায় আসেন লিজ ট্রাস। ক্ষমতায় এসেই ‘মিনি বাজেট’ প্রণয়নসহ আরও কিছু অজনপ্রিয় অর্থনৈতিক পদক্ষেপ নেন তিনি। এসব পদক্ষেপের কারণে বিরোধী দল ও নিজ দলের এমপিদের কাছেই বিতর্কিত হয়ে পড়েন। তারা লিজের পদত্যাগ দাবি করেছেন।
এমন পরিস্থিতিতে বিবিসির সাক্ষাৎকারে ক্ষমা চান লিজ ট্রাস। তিনি বলেছেন, ‘ভুল যা কিছু হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। স্বল্প কর, উচ্চ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার।’
লিজ ট্রাস আরও বলেছেন, ‘আমি মনে করি, তিনিই একজন সৎ রাজনীতিক, যিনি বলেন, আমি ভুল করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন ভুলটির সমাধান করার চেষ্টা করছি।’ এ সময় তিনি আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেবেন বলেও জানান।
তবে যুক্তরাজ্যের ছায়া সরকারের অর্থমন্ত্রী জেমস মুরে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি তাঁর ‘মিনি বাজেট’ দেওয়ার পর যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবে না। ক্ষমাপ্রার্থনা করলেই বাস্তবতা পরিবর্তন হবে না। তাঁর ভুলের মূল্য দিতে হচ্ছে কর্মজীবী মানুষকে।’
যুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
৪ ঘণ্টা আগেসৌদি আরবের রিয়াদে শেষ হয়েছে এবারের ‘ফ্যালকনস ক্লাব মেলা’। বিখ্যাত এই বাজপাখি মেলায় এবার ৬০ লাখ সৌদি রিয়ালের (১৯ কোটি টাকার বেশি) বেচাকেনা হয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
৫ ঘণ্টা আগে