অনলাইন ডেস্ক
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী সাবিনা নেসা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবিনা নেসাকে হত্যার ঘটনায় আলবেনীয় নাগরিক কোচি সেলমাজকে এই দণ্ড দিয়েছেন। একই সঙ্গে রায়ে নারীদের নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করতে সরকারের প্রতি নতুন করে আহ্বান জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কারাগারে থাকা কোচি সেলমাজ লন্ডনের ওল্ড বেইলির আদালতে তাঁর দণ্ডাদেশের সময় সেখানে হাজির হতে অস্বীকার করেছিলেন। রায়ে বিচারক নাইজেল সুইনি বলেছেন, ‘সেলমাজ সাবিনার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্বর যৌন আক্রমণ চালিয়েছিলেন। সাবিনা নেসা “একটি ভয়ংকর হত্যাকাণ্ডের সম্পূর্ণ নির্দোষ শিকার”, যেখানে সম্পূর্ণরূপে আসামিই দোষী।’
বিচারক সুইনি আরও বলেন, বিচারকাজ চলার সময় কিংবা রায় ঘোষণার সময় সেলমাজের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর সাবিনা তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি পার্কে তাঁর মরদেহ পাওয়া যায়।
সাবিনা নেসা হত্যা মামলার গোয়েন্দা কর্মকর্তা নিল জন সাজা ঘোষণার পর সেলমাজকে ‘শয়তান কাপুরুষ’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘এই মামলাসহ নারীদের প্রতি সব ধরনের সহিংসতা মোকাবিলায় এবং যারা এ ধরনের অপরাধ করে তাঁদের বিচারের আওতায় আনার জন্য নিরলস প্রচেষ্টা চলছে।’
গত বছর ২৮ বছর বয়সী সাবিনা নেসাকে হত্যার জন্য কোচি সেলমাজকে ৩৬ বছর কারাগারে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই মামলার রায় বদলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী সাবিনা নেসা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবিনা নেসাকে হত্যার ঘটনায় আলবেনীয় নাগরিক কোচি সেলমাজকে এই দণ্ড দিয়েছেন। একই সঙ্গে রায়ে নারীদের নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করতে সরকারের প্রতি নতুন করে আহ্বান জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কারাগারে থাকা কোচি সেলমাজ লন্ডনের ওল্ড বেইলির আদালতে তাঁর দণ্ডাদেশের সময় সেখানে হাজির হতে অস্বীকার করেছিলেন। রায়ে বিচারক নাইজেল সুইনি বলেছেন, ‘সেলমাজ সাবিনার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্বর যৌন আক্রমণ চালিয়েছিলেন। সাবিনা নেসা “একটি ভয়ংকর হত্যাকাণ্ডের সম্পূর্ণ নির্দোষ শিকার”, যেখানে সম্পূর্ণরূপে আসামিই দোষী।’
বিচারক সুইনি আরও বলেন, বিচারকাজ চলার সময় কিংবা রায় ঘোষণার সময় সেলমাজের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর সাবিনা তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি পার্কে তাঁর মরদেহ পাওয়া যায়।
সাবিনা নেসা হত্যা মামলার গোয়েন্দা কর্মকর্তা নিল জন সাজা ঘোষণার পর সেলমাজকে ‘শয়তান কাপুরুষ’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘এই মামলাসহ নারীদের প্রতি সব ধরনের সহিংসতা মোকাবিলায় এবং যারা এ ধরনের অপরাধ করে তাঁদের বিচারের আওতায় আনার জন্য নিরলস প্রচেষ্টা চলছে।’
গত বছর ২৮ বছর বয়সী সাবিনা নেসাকে হত্যার জন্য কোচি সেলমাজকে ৩৬ বছর কারাগারে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই মামলার রায় বদলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।
এটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
১ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ শুরু হবে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকবে জার্মানি। সেখানে প্রদর্শিত হবে জার্মানির
২ ঘণ্টা আগেভারত ভাগের জন্য মুসলিম লীগকে দায়ী করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার রাজ্যের আলীগড় জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি স্থানীয় সমাজবাদী পার্টিকে একই ধারায় মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, সমাজবাদী পার্টিও মুসলিম লীগের পথ অনুসরণ করছে
২ ঘণ্টা আগেইসরায়েলের সামরিক হামলায় ইরানের পারচিন এলাকার একটি অত্যন্ত গোপন পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। গত অক্টোবরের শেষ দিকে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা, এক ইসরায়েলি কর্মকর্তা
৪ ঘণ্টা আগে