অনলাইন ডেস্ক
নরওয়ের সবচেয়ে বড় পেনশন তহবিল ‘কেএলপি’ বিশ্বের নানা কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে বা শেয়ার কেনে। কোম্পানিটির অর্থলগ্নির তালিকায় থাকা ১৪টি কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে যুক্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে কেএলপি।
১৪টি প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ৬টি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ২টি করে এবং ইতালি, চীন, ইসরায়েল ও ভারতের ১টি করে প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো হলো-রেথিয়ন টেকনোলজির করপোরেশন, জেনারেল ডাইনামিকস, এল ৩ হ্যারিস টেকনোলজিস, লাইডস হোল্ডিংস এবং লাইডস। রোলস রয়েস এবং ব্যাবকক ইন্টারন্যাশনাল গ্রুপ যুক্তরাজ্যের। দাসো অ্যাভিয়েশন এবং থ্যালস গ্রুপ ফরাসি। লিওনার্দো এসপিএ ইতালির, এলবিট সিস্টেমস ইসরায়েলের এবং লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড ভারতের। আর চীনা কোম্পানির নাম চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে কেএলপি জানায়, তদন্তে এসব প্রতিষ্ঠান পারমাণবিক অস্ত্র, গুচ্ছ অস্ত্র এবং অ্যান্টি-পার্সোনাল মাইন অস্ত্র তৈরি বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই নৈতিক জায়গা থেকে এসব কোম্পানিতে অর্থ লগ্নি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেএলপি।
রয়টার্সকে পাঠানো মেইলে কেএলপির তদন্ত দলের প্রধান কিরান আজিজ বলেন, ‘উড়োজাহাজ এবং জাহাজ তৈরিকারী কোম্পানিগুলোর ব্যাপারে আমরা আগের চেয়ে কঠোর হচ্ছি। কারণ এদের অনেকে পারমাণবিক অস্ত্র বানায়। আর এসব অস্ত্রের ব্যবহারে মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়।’
নরওয়ের পেনশন তহবিলটির সম্পদের পরিমাণ নয় হাজার কোটি ডলার। কোম্পানিগুলোর সঙ্গে লেনদেন বন্ধের অর্থ হলো-ওই সব কোম্পানি থেকে কেনা ১১ কোটি ৭৫৯ লাখ ডলারের শেয়ার এবং ২ কোটি ডলারের বন্ড বিক্রি করে দিয়েছে কেএলপি।
নরওয়ের সবচেয়ে বড় পেনশন তহবিল ‘কেএলপি’ বিশ্বের নানা কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে বা শেয়ার কেনে। কোম্পানিটির অর্থলগ্নির তালিকায় থাকা ১৪টি কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে যুক্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে কেএলপি।
১৪টি প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ৬টি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ২টি করে এবং ইতালি, চীন, ইসরায়েল ও ভারতের ১টি করে প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো হলো-রেথিয়ন টেকনোলজির করপোরেশন, জেনারেল ডাইনামিকস, এল ৩ হ্যারিস টেকনোলজিস, লাইডস হোল্ডিংস এবং লাইডস। রোলস রয়েস এবং ব্যাবকক ইন্টারন্যাশনাল গ্রুপ যুক্তরাজ্যের। দাসো অ্যাভিয়েশন এবং থ্যালস গ্রুপ ফরাসি। লিওনার্দো এসপিএ ইতালির, এলবিট সিস্টেমস ইসরায়েলের এবং লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড ভারতের। আর চীনা কোম্পানির নাম চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে কেএলপি জানায়, তদন্তে এসব প্রতিষ্ঠান পারমাণবিক অস্ত্র, গুচ্ছ অস্ত্র এবং অ্যান্টি-পার্সোনাল মাইন অস্ত্র তৈরি বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই নৈতিক জায়গা থেকে এসব কোম্পানিতে অর্থ লগ্নি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেএলপি।
রয়টার্সকে পাঠানো মেইলে কেএলপির তদন্ত দলের প্রধান কিরান আজিজ বলেন, ‘উড়োজাহাজ এবং জাহাজ তৈরিকারী কোম্পানিগুলোর ব্যাপারে আমরা আগের চেয়ে কঠোর হচ্ছি। কারণ এদের অনেকে পারমাণবিক অস্ত্র বানায়। আর এসব অস্ত্রের ব্যবহারে মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়।’
নরওয়ের পেনশন তহবিলটির সম্পদের পরিমাণ নয় হাজার কোটি ডলার। কোম্পানিগুলোর সঙ্গে লেনদেন বন্ধের অর্থ হলো-ওই সব কোম্পানি থেকে কেনা ১১ কোটি ৭৫৯ লাখ ডলারের শেয়ার এবং ২ কোটি ডলারের বন্ড বিক্রি করে দিয়েছে কেএলপি।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
২৪ মিনিট আগেশিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
৪৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগে