অনলাইন ডেস্ক
১০২ বছর বয়সী রাশিয়ান নাগরিক নিকোলাই বাগায়েভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সাবেক এই সেনা এবার করোনার সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিকোলাই বাগায়েভ নামের সাবেক এই রুশ সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর ফুসফুসের ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাজধানী মস্কোর নিকটবর্তী শহর করোলায়োভের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
জানা গেছে, এক মাসেরও বেশি সময় চিকিৎসা নিয়েছেন বাগায়েভ। এর মধ্যে এক সপ্তাহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে বাগায়েভ রয়টার্সকে বলেন, `সবশেষ ১৯৪১ সালে আমি মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। তখন মস্কোয় চলা যুদ্ধে আমার ফুসফুসের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বয়সে তরুণ হওয়ায় তখন দ্রুত সেরে উঠি আমি। এবার করোনাভাইরাসে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ যাত্রায়ও বেঁচে গেছি আমি। এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।'
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হাতেগোনা যে কয়েকজন রুশ সেনা জীবিত রয়েছেন, তাঁদের মধ্যে বাগায়েভ একজন। গত মে মাসে দেশটির প্যারেড স্কয়ারে বিজয় দিবসের অনুষ্ঠানে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে বসে ছিলেন তিনি।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় বাগায়েভকে সামরিক পোশাক ও মেডেল পরা অবস্থায় দেখা গেছে। সুস্থ হয়ে ওঠার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ``বিষয়টি খুবই কঠিন ছিল। আমাকে বাঁচাতে চিকিৎসকেরা রীতিমতো লড়াই করেছেন। আমি যথাসাধ্য তাঁদের সাহায্য করেছি। তাঁরাই আসল হিরো।'
বিশ্বযুদ্ধ চলাকালে দুবার আহত হয়ে মৃত্যুশয্যায় ছিলেন বাগায়েব। এ নিয়ে তাঁর চিকিৎসক ভ্যালেন্সিয়া রাকিস্তকায়া বলেন, তিনি একজন প্রকৃত যোদ্ধা। মস্কো যুদ্ধের সময়কার লড়াই-সংগ্রামের স্মৃতি তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সুস্থ হতে সাহায্য করেছে।
বিশ্বযুদ্ধের পরে বাগায়েভ কাজাখস্তানে কাজ করেছেন। সেখানে তিনি মহাকাশ স্টেশন বাইকানুর কসমোড্রম নির্মাণে যুক্ত ছিলেন। এখান থেকেই মহাকাশযানে করে ১৯৬১ সালে প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে যান ইউরি গ্যাগরিন।
বাগায়েভ বলেন, তৎকালীন সোভিয়েত নভোচারীদের কাছ থেকে শেখা শ্বাস-প্রশ্বাসের কৌশল তাঁকে করোনাভাইরাস থেকে সুস্থ হতে সাহায্য করেছে।
রাশিয়ার বিরোধী দল কমিউনিস্ট পার্টির সমর্থক বাগায়েভ। তাঁর পরিকল্পনা সেপ্টেম্বরে সংসদ নির্বাচনের আগে দলটির পক্ষ থেকে তিনি প্রচারণায় অংশ নেবেন। তবে বাগায়েভ জানিয়েছেন, কারো সাহায্য না নিয়ে আবারও হাঁটতে পারাই এখন তাঁর প্রধান লক্ষ্য।
১০২ বছর বয়সী রাশিয়ান নাগরিক নিকোলাই বাগায়েভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সাবেক এই সেনা এবার করোনার সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিকোলাই বাগায়েভ নামের সাবেক এই রুশ সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর ফুসফুসের ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাজধানী মস্কোর নিকটবর্তী শহর করোলায়োভের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
জানা গেছে, এক মাসেরও বেশি সময় চিকিৎসা নিয়েছেন বাগায়েভ। এর মধ্যে এক সপ্তাহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে বাগায়েভ রয়টার্সকে বলেন, `সবশেষ ১৯৪১ সালে আমি মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। তখন মস্কোয় চলা যুদ্ধে আমার ফুসফুসের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বয়সে তরুণ হওয়ায় তখন দ্রুত সেরে উঠি আমি। এবার করোনাভাইরাসে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ যাত্রায়ও বেঁচে গেছি আমি। এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।'
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হাতেগোনা যে কয়েকজন রুশ সেনা জীবিত রয়েছেন, তাঁদের মধ্যে বাগায়েভ একজন। গত মে মাসে দেশটির প্যারেড স্কয়ারে বিজয় দিবসের অনুষ্ঠানে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে বসে ছিলেন তিনি।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় বাগায়েভকে সামরিক পোশাক ও মেডেল পরা অবস্থায় দেখা গেছে। সুস্থ হয়ে ওঠার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ``বিষয়টি খুবই কঠিন ছিল। আমাকে বাঁচাতে চিকিৎসকেরা রীতিমতো লড়াই করেছেন। আমি যথাসাধ্য তাঁদের সাহায্য করেছি। তাঁরাই আসল হিরো।'
বিশ্বযুদ্ধ চলাকালে দুবার আহত হয়ে মৃত্যুশয্যায় ছিলেন বাগায়েব। এ নিয়ে তাঁর চিকিৎসক ভ্যালেন্সিয়া রাকিস্তকায়া বলেন, তিনি একজন প্রকৃত যোদ্ধা। মস্কো যুদ্ধের সময়কার লড়াই-সংগ্রামের স্মৃতি তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সুস্থ হতে সাহায্য করেছে।
বিশ্বযুদ্ধের পরে বাগায়েভ কাজাখস্তানে কাজ করেছেন। সেখানে তিনি মহাকাশ স্টেশন বাইকানুর কসমোড্রম নির্মাণে যুক্ত ছিলেন। এখান থেকেই মহাকাশযানে করে ১৯৬১ সালে প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে যান ইউরি গ্যাগরিন।
বাগায়েভ বলেন, তৎকালীন সোভিয়েত নভোচারীদের কাছ থেকে শেখা শ্বাস-প্রশ্বাসের কৌশল তাঁকে করোনাভাইরাস থেকে সুস্থ হতে সাহায্য করেছে।
রাশিয়ার বিরোধী দল কমিউনিস্ট পার্টির সমর্থক বাগায়েভ। তাঁর পরিকল্পনা সেপ্টেম্বরে সংসদ নির্বাচনের আগে দলটির পক্ষ থেকে তিনি প্রচারণায় অংশ নেবেন। তবে বাগায়েভ জানিয়েছেন, কারো সাহায্য না নিয়ে আবারও হাঁটতে পারাই এখন তাঁর প্রধান লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস ওষুধ ও রসায়ন খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ দেশটির মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। আর এর ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তাই, ট্রাম্
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
৬ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৮ ঘণ্টা আগে