অনলাইন ডেস্ক
ফ্রান্সের আল্পস পর্বতমালায় হিমবাহধসে অন্তত ৪ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জন গাইড। আহত হয়েছেন ৯ জন। এ ছাড়া কয়েকজন নিখোঁজ বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আল্পসের দক্ষিণ-পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে এই ধস হয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, আর্মানসেট হিমবাহে স্কি করতে গেলে ভয়াবহ হিমবাহধসের কবলে পড়েন পর্বতারোহীরা। এ সময় তুষারের নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আহত হন আরও বেশ কয়েকজন।
বিশাল এলাকাজুড়ে এই হিমবাহধস হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করেন স্থানীয় উদ্ধারকারী সংস্থার সদস্যরা। তবে কী কারণে এই আকস্মিক ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
হিমবাহধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আরও কেউ হতাহত হয়েছেন কি না এবং যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের বেশির ভাগই পর্বতারোহী বলে ধারণা করা হচ্ছে। তাঁরা নিকটবর্তী একটি স্কি রিসোর্টে উঠেছিলেন। বৈরী আবহাওয়া বিরাজ করায় রিসোর্টের পক্ষ থেকে বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হলেও তা উপেক্ষা করেই স্কি করতে যান পর্বতারোহীরা।
এর আগে ২০১৪ সালে একই এলাকায় হিমবাহধসের ঘটনায় প্রাণ হারান দুই ভাই। তাঁরা দুজনেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়েছিলেন।
ফ্রান্সের আল্পস পর্বতমালায় হিমবাহধসে অন্তত ৪ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জন গাইড। আহত হয়েছেন ৯ জন। এ ছাড়া কয়েকজন নিখোঁজ বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আল্পসের দক্ষিণ-পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে এই ধস হয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, আর্মানসেট হিমবাহে স্কি করতে গেলে ভয়াবহ হিমবাহধসের কবলে পড়েন পর্বতারোহীরা। এ সময় তুষারের নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আহত হন আরও বেশ কয়েকজন।
বিশাল এলাকাজুড়ে এই হিমবাহধস হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করেন স্থানীয় উদ্ধারকারী সংস্থার সদস্যরা। তবে কী কারণে এই আকস্মিক ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
হিমবাহধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আরও কেউ হতাহত হয়েছেন কি না এবং যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের বেশির ভাগই পর্বতারোহী বলে ধারণা করা হচ্ছে। তাঁরা নিকটবর্তী একটি স্কি রিসোর্টে উঠেছিলেন। বৈরী আবহাওয়া বিরাজ করায় রিসোর্টের পক্ষ থেকে বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হলেও তা উপেক্ষা করেই স্কি করতে যান পর্বতারোহীরা।
এর আগে ২০১৪ সালে একই এলাকায় হিমবাহধসের ঘটনায় প্রাণ হারান দুই ভাই। তাঁরা দুজনেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস ওষুধ ও রসায়ন খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ দেশটির মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। আর এর ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তাই, ট্রাম্
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
৬ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৮ ঘণ্টা আগে