অনলাইন ডেস্ক
ইউরোপের দেশ যুক্তরাজ্যে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁরা দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন। তাপমাত্রার ভয়াবহ বৃদ্ধির ফলে দেশটিতে এরই মধ্যে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত যুক্তরাজ্য বিগত ৩৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখি হতে যাচ্ছে। ১৬৫৯ সালের পর সম্ভবত যুক্তরাজ্য এই পরিমাণ তাপমাত্রা দেখেনি। আজ মঙ্গলবার যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চার্লউড শহরে। সেখানে সর্বোচ্চ ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে এক টুইটে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বা ১০১ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট। যা ২০১৯ সালে কেম্ব্রিজ বোটানিক্যাল গার্ডেনে রেকর্ড করা হয়েছিল।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্লাইমেট ইনফরমেশন সেন্টারের পরিচালক মার্ক ম্যাকার্থি দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে,১৮৫০ সালের পর আমরা কখনোই একদিনে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করিনি।’ তবে বিষয়টি কেবল এখানেই থেমে থাকছে না। অনেকে আবার যুক্তরাজ্যের তাপমাত্রা বৃদ্ধির এই ইতিহাসে বিগত ৬ থেকে ৭ হাজার বছর আগের তাপমাত্রার সঙ্গেও তুলনা করেছেন।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যুক্তরাজ্যের অতীত আবহাওয়া নিয়ে গবেষণাকারী প্যালিওক্লাইমেটোলজিস্ট আলেক্সান্ডার ফ্রান্সওর্থ দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘এমন কোনো সরাসরি প্রমাণ নেই যে, বিগত ৬ হাজার বছরের মধ্যে ব্রিটেনে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’
ফলে, খুব সহজেই বোঝা যাচ্ছে ইউরোপের এই অন্যতম প্রভাশালী দেশটি বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির কারণে নাকাল অবস্থায় রয়েছে। দেশটির আবহাওয়া অফিসের সতর্কবার্তা থেকে তাদের ভোগান্তির তীব্রতাও অনুমান করা যায় অনেকটাই।
ইউরোপের দেশ যুক্তরাজ্যে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁরা দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন। তাপমাত্রার ভয়াবহ বৃদ্ধির ফলে দেশটিতে এরই মধ্যে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত যুক্তরাজ্য বিগত ৩৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখি হতে যাচ্ছে। ১৬৫৯ সালের পর সম্ভবত যুক্তরাজ্য এই পরিমাণ তাপমাত্রা দেখেনি। আজ মঙ্গলবার যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চার্লউড শহরে। সেখানে সর্বোচ্চ ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে এক টুইটে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বা ১০১ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট। যা ২০১৯ সালে কেম্ব্রিজ বোটানিক্যাল গার্ডেনে রেকর্ড করা হয়েছিল।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্লাইমেট ইনফরমেশন সেন্টারের পরিচালক মার্ক ম্যাকার্থি দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে,১৮৫০ সালের পর আমরা কখনোই একদিনে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করিনি।’ তবে বিষয়টি কেবল এখানেই থেমে থাকছে না। অনেকে আবার যুক্তরাজ্যের তাপমাত্রা বৃদ্ধির এই ইতিহাসে বিগত ৬ থেকে ৭ হাজার বছর আগের তাপমাত্রার সঙ্গেও তুলনা করেছেন।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যুক্তরাজ্যের অতীত আবহাওয়া নিয়ে গবেষণাকারী প্যালিওক্লাইমেটোলজিস্ট আলেক্সান্ডার ফ্রান্সওর্থ দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘এমন কোনো সরাসরি প্রমাণ নেই যে, বিগত ৬ হাজার বছরের মধ্যে ব্রিটেনে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’
ফলে, খুব সহজেই বোঝা যাচ্ছে ইউরোপের এই অন্যতম প্রভাশালী দেশটি বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির কারণে নাকাল অবস্থায় রয়েছে। দেশটির আবহাওয়া অফিসের সতর্কবার্তা থেকে তাদের ভোগান্তির তীব্রতাও অনুমান করা যায় অনেকটাই।
ইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১২ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
১৪ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
১৫ ঘণ্টা আগে