অনলাইন ডেস্ক
মৃত্যুর দুই বছর পর ৭০ বছর বয়সী এক নারীর মৃতদেহ চেয়ারে বসা অবস্থায় পাওয়া গেছে। উত্তর ইতালির এক বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মারিনেলা বেরেত্তা নামের ওই নারী উত্তর ইতালির লমবার্ডির লেক কমোর কাছে এক বাড়িতে একাকী থাকতেন। তাঁর বাগানের একটি গাছ উপড়ে গেছে—এমন অভিযোগ পেয়ে গত শুক্রবার ফায়ার ব্রিগেডের সদস্যরা তাঁর বাড়িতে যান এবং মারিনেলার পচা দেহটি আবিষ্কার করেন। মৃতদেহটি শোয়ার ঘরের চেয়ারে বসে থাকা অবস্থায় পাওয়া গেছে। কমো সিটি হলের প্রেস কর্মকর্তা ম্যানফ্রেদি সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ম্যানফ্রেদি বলেন, মারিনেলার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরীক্ষকেরা লাশের পচনের মাত্রার ওপর ভিত্তি করে ধারণা করেন যে, তিনি ২০১৯ সালের শেষের দিকে মারা গিয়েছিলেন। এখনো তাঁর কোনো আত্মীয় এগিয়ে আসেননি। আদৌ তাঁর কোনো আত্মীয় আছে কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
বেরেত্তার মৃতদেহ মর্গে রয়েছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। কমোর মেয়র মারিও ল্যান্ডরিসিনা শহরের বাসিন্দাদের বেরেত্তার শেষকৃত্যে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি ইতালির গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সরকার বৃদ্ধা মারিনেলার শেষকৃত্যের ব্যবস্থা করবে।
ল্যান্ডরিসিনা বলেন, ‘এটি একসঙ্গে থাকার মুহূর্ত। এই নারীর কোনো আত্মীয় না থাকলেও আমরা তাঁর আত্মীয় হতে পারতাম।’
ইতালির পরিবার ও সমতাবিষয়ক মন্ত্রী এলেনা বনেত্তি গভীর শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, এই মৃত্যু আমাদের বিবেককে আঘাত করে। ভীষণ একাকিত্ব আমাদের ঘিরে ধরছে।
মারিনেলা বেরেত্তার মৃত্যু খুবই মর্মান্তিক। তাঁকে শ্রদ্ধা জানানো আমাদের সম্প্রদায়ের অবশ্য কর্তব্য।
মৃত্যুর দুই বছর পর ৭০ বছর বয়সী এক নারীর মৃতদেহ চেয়ারে বসা অবস্থায় পাওয়া গেছে। উত্তর ইতালির এক বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মারিনেলা বেরেত্তা নামের ওই নারী উত্তর ইতালির লমবার্ডির লেক কমোর কাছে এক বাড়িতে একাকী থাকতেন। তাঁর বাগানের একটি গাছ উপড়ে গেছে—এমন অভিযোগ পেয়ে গত শুক্রবার ফায়ার ব্রিগেডের সদস্যরা তাঁর বাড়িতে যান এবং মারিনেলার পচা দেহটি আবিষ্কার করেন। মৃতদেহটি শোয়ার ঘরের চেয়ারে বসে থাকা অবস্থায় পাওয়া গেছে। কমো সিটি হলের প্রেস কর্মকর্তা ম্যানফ্রেদি সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ম্যানফ্রেদি বলেন, মারিনেলার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরীক্ষকেরা লাশের পচনের মাত্রার ওপর ভিত্তি করে ধারণা করেন যে, তিনি ২০১৯ সালের শেষের দিকে মারা গিয়েছিলেন। এখনো তাঁর কোনো আত্মীয় এগিয়ে আসেননি। আদৌ তাঁর কোনো আত্মীয় আছে কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
বেরেত্তার মৃতদেহ মর্গে রয়েছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। কমোর মেয়র মারিও ল্যান্ডরিসিনা শহরের বাসিন্দাদের বেরেত্তার শেষকৃত্যে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি ইতালির গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সরকার বৃদ্ধা মারিনেলার শেষকৃত্যের ব্যবস্থা করবে।
ল্যান্ডরিসিনা বলেন, ‘এটি একসঙ্গে থাকার মুহূর্ত। এই নারীর কোনো আত্মীয় না থাকলেও আমরা তাঁর আত্মীয় হতে পারতাম।’
ইতালির পরিবার ও সমতাবিষয়ক মন্ত্রী এলেনা বনেত্তি গভীর শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, এই মৃত্যু আমাদের বিবেককে আঘাত করে। ভীষণ একাকিত্ব আমাদের ঘিরে ধরছে।
মারিনেলা বেরেত্তার মৃত্যু খুবই মর্মান্তিক। তাঁকে শ্রদ্ধা জানানো আমাদের সম্প্রদায়ের অবশ্য কর্তব্য।
২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৩ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৪ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
৫ ঘণ্টা আগে