অনলাইন ডেস্ক
ঘর গোছানোই তাঁর নেশা। এ নেশা থেকে গুছিয়ে দেন অন্যের ওয়ার্ডরোবও। আর এই কাজ করেই মাসে ৫০ হাজার টাকার বেশি রোজগার করছেন এক ব্রিটিশ তরুণী।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের লিচেস্টারে থাকেন ১৯ বছর বয়সী এলা ম্যাকমাহোন। এই বয়সেই অন্যের বাড়ির ওয়ার্ডরোব গুছিয়ে মাসে তাঁর আয় ৫০০ পাউন্ড বা ৫৮ হাজার টাকা। এলা আগে থেকেই আত্মীয়-বন্ধুদের ওয়ার্ডরোব গুছিয়ে দিতেন। পরে ধীরে ধীরে অচেনা লোকের আলমারি গুছিয়ে দিতে শুরু করেন। আর তার জন্য অর্থ নিতে থাকেন। এভাবেই তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ে।
এলা জানান, এই ওয়ার্ডরোবও গোছানোর কাজ তিনি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। যা আয় হচ্ছে, তার কিছু টাকা নিজের ও পড়াশোনার জন্য খরচ করেন। বাকিটা জমিয়ে রাখছেন বাড়ি তৈরি করার জন্য।
১৯ বছরের তরুণী এলা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ঘর গোছানোর স্বভাব। বিশেষ করে ওয়ার্ডরোব। ঘণ্টার পর ঘণ্টা এই কাজ করতে পারি আমি। এটাই আমার নেশা, যা এখন পেশায় পরিণত হয়েছে।’
নিজের কর্মপদ্ধতি জানাতে গিয়ে এলা জানান, তিনি প্রথমে আলমারি থেকে অপ্রয়োজনীয় পোশাকগুলো বাদ দেন। তারপর রং মিলিয়ে সবকিছু রাখেন। অপ্রয়োজনীয় পোশাকগুলো আবার নিয়ে গিয়ে দুস্থদের দিয়ে দেন।
এখন অন্তত ২০ জন রেগুলার ক্লায়েন্ট রয়েছেন এলার। যাঁরা দুই সপ্তাহ পরপর এলাকে আলমারি গোছাতে ডাকেন। এলা প্রতি ঘণ্টায় তাঁর কাজের জন্য ১৫ থেকে ২০ পাউন্ড আয় করেন।
ঘর গোছানোই তাঁর নেশা। এ নেশা থেকে গুছিয়ে দেন অন্যের ওয়ার্ডরোবও। আর এই কাজ করেই মাসে ৫০ হাজার টাকার বেশি রোজগার করছেন এক ব্রিটিশ তরুণী।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের লিচেস্টারে থাকেন ১৯ বছর বয়সী এলা ম্যাকমাহোন। এই বয়সেই অন্যের বাড়ির ওয়ার্ডরোব গুছিয়ে মাসে তাঁর আয় ৫০০ পাউন্ড বা ৫৮ হাজার টাকা। এলা আগে থেকেই আত্মীয়-বন্ধুদের ওয়ার্ডরোব গুছিয়ে দিতেন। পরে ধীরে ধীরে অচেনা লোকের আলমারি গুছিয়ে দিতে শুরু করেন। আর তার জন্য অর্থ নিতে থাকেন। এভাবেই তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ে।
এলা জানান, এই ওয়ার্ডরোবও গোছানোর কাজ তিনি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। যা আয় হচ্ছে, তার কিছু টাকা নিজের ও পড়াশোনার জন্য খরচ করেন। বাকিটা জমিয়ে রাখছেন বাড়ি তৈরি করার জন্য।
১৯ বছরের তরুণী এলা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ঘর গোছানোর স্বভাব। বিশেষ করে ওয়ার্ডরোব। ঘণ্টার পর ঘণ্টা এই কাজ করতে পারি আমি। এটাই আমার নেশা, যা এখন পেশায় পরিণত হয়েছে।’
নিজের কর্মপদ্ধতি জানাতে গিয়ে এলা জানান, তিনি প্রথমে আলমারি থেকে অপ্রয়োজনীয় পোশাকগুলো বাদ দেন। তারপর রং মিলিয়ে সবকিছু রাখেন। অপ্রয়োজনীয় পোশাকগুলো আবার নিয়ে গিয়ে দুস্থদের দিয়ে দেন।
এখন অন্তত ২০ জন রেগুলার ক্লায়েন্ট রয়েছেন এলার। যাঁরা দুই সপ্তাহ পরপর এলাকে আলমারি গোছাতে ডাকেন। এলা প্রতি ঘণ্টায় তাঁর কাজের জন্য ১৫ থেকে ২০ পাউন্ড আয় করেন।
সুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
৯ ঘণ্টা আগেঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
১০ ঘণ্টা আগেইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
১০ ঘণ্টা আগেআশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
১১ ঘণ্টা আগে