অনলাইন ডেস্ক
নানা ধাপ পেরিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত টিকে আছেন ঋষি সুনাক ও লিজ ট্রাস। চূড়ান্ত লড়াইয়ে কে ফেবারিট তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। জনমত জরিপে এগিয়ে আছেন লিজ ট্রাস। এদিকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজেকে ‘আন্ডারডগ’ হিসেবে বর্ণনা করেছেন ঋষি সুনাক।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন দুই প্রার্থী। দুজনই যুক্তরাজ্যে অভিবাসন ঠেকাতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কর নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন তাঁরা।
ঋষি সুনাক বলেন, ‘অভিবাসনের শর্ত আরও কঠোর করা হবে। কতসংখ্যক অভিবাসী প্রবেশাধিকার পাবেন সেটি বেঁধে দেওয়া হবে। অবৈধ অভিবাসনকে পাঁচটি প্রধান জরুরি পদক্ষেপের একটি হিসেবে বিবেচনায় নেওয়া হবে। প্রধানমন্ত্রী হতে পারলে প্রথম ১০০ দিনের মধ্যে অভিবাসনের বিষয়টি মোকাবিলা করা হবে। যদি কোনো দেশ অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে সহযোগিতা না করে, তাহলে বিদেশি সাহায্য, বাণিজ্য ও ভিসার ক্ষেত্রে আমি তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে দুবার ভাবব না।’
লিজ ট্রাস বলেন, ‘যুক্তরাজ্যের রুয়ান্ডা আশ্রয় পরিকল্পনা প্রসারিত করা হবে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হবে এবং নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে। সীমান্তে নিরাপত্তাকর্মীর সংখ্যা ৯ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ৮০০ করা হবে।’
কর কমাতে তাৎক্ষণিক ৩ হাজার কোটি পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস। অন্যদিকে ঋষি সুনাক বলেছেন, কর কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। এটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে।
উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। রানি তখন সরকার গঠন করতে বলবেন।
নানা ধাপ পেরিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত টিকে আছেন ঋষি সুনাক ও লিজ ট্রাস। চূড়ান্ত লড়াইয়ে কে ফেবারিট তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। জনমত জরিপে এগিয়ে আছেন লিজ ট্রাস। এদিকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজেকে ‘আন্ডারডগ’ হিসেবে বর্ণনা করেছেন ঋষি সুনাক।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন দুই প্রার্থী। দুজনই যুক্তরাজ্যে অভিবাসন ঠেকাতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কর নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন তাঁরা।
ঋষি সুনাক বলেন, ‘অভিবাসনের শর্ত আরও কঠোর করা হবে। কতসংখ্যক অভিবাসী প্রবেশাধিকার পাবেন সেটি বেঁধে দেওয়া হবে। অবৈধ অভিবাসনকে পাঁচটি প্রধান জরুরি পদক্ষেপের একটি হিসেবে বিবেচনায় নেওয়া হবে। প্রধানমন্ত্রী হতে পারলে প্রথম ১০০ দিনের মধ্যে অভিবাসনের বিষয়টি মোকাবিলা করা হবে। যদি কোনো দেশ অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে সহযোগিতা না করে, তাহলে বিদেশি সাহায্য, বাণিজ্য ও ভিসার ক্ষেত্রে আমি তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে দুবার ভাবব না।’
লিজ ট্রাস বলেন, ‘যুক্তরাজ্যের রুয়ান্ডা আশ্রয় পরিকল্পনা প্রসারিত করা হবে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হবে এবং নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে। সীমান্তে নিরাপত্তাকর্মীর সংখ্যা ৯ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ৮০০ করা হবে।’
কর কমাতে তাৎক্ষণিক ৩ হাজার কোটি পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস। অন্যদিকে ঋষি সুনাক বলেছেন, কর কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। এটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে।
উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। রানি তখন সরকার গঠন করতে বলবেন।
ইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১০ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
১২ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
১৩ ঘণ্টা আগে