অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত হওয়ার পর ব্লাড ক্যান্সার থেকে সেরে উঠেছেন যুক্তরাজ্যের ৬১ বছর বয়সী এক লোক। চিকিৎসকরা ধারণা করছেন, করোনার কারণে ওই ব্যক্তির দেহে টিউমার প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে। আর এতেই ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত গ্রীষ্মে যুক্তরাজ্যের রয়েল কর্নওয়াল হাসপাতালে পরীক্ষা করার পর ওই ব্যক্তির দেহে হজকিন্স লিম্ফোমা নামের ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ২ হাজার ১০০ জন মানুষ এই রোগে আক্রান্ত হন।
হজকিন্স লিম্ফোমা হলে রক্তের শ্বেত কণিকার সংখ্যা অত্যধিক বেড়ে যায় এবং লিম্ফ নোডে ছড়িয়ে পড়ে। লিম্ফ নোড হলো শিমের বীজের আকারের একটি গ্রন্থি যেটি গলায়, তলপেট এবং কুঁচকিতে থাকে। হজকিন্স লিম্ফোমা আক্রান্ত হলে রোগী পাঁচ বছর বা এর চেয়ে কিছু বেশি বাঁচে না।
ক্যান্সারের চিকিৎসা শুরু হওয়ার আগেই ওই ব্যক্তি করোনা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর তাঁর ক্যান্সারের পরীক্ষা করা হয়। দেখা যায় যে ওই ব্যক্তির শরীরে আর ক্যান্সারের অস্তিত্ব নেই। হজকিন্স লিম্ফোমা থেকে হঠাৎ সেরে ওঠা সম্ভব। তবে এটি বিরল ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে কয়েক ডজন এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের হেমাটোলজি জার্নালেও ওই ব্যক্তির ক্যান্সার থেকে সেরে ওঠার ঘটনা উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে রয়েল কর্নওয়াল হাসপাতালের চিকিৎসক ড. সারাহ চ্যাল্লোনের বলেন, আমাদের ধারণা, করোনা টিউমার প্রতিরোধী ক্ষমতা তৈরি করেছে।
করোনা থেকে সেরে ওঠার পর শরীরে যে টি-সেল তৈরি হয় সেটি হয়তো ক্যান্সারের কোষকে আক্রমণ করেছে এবং এতেই ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন- এমনটিই মনে করছেন ড. সারাহর মতো বিশেষজ্ঞরা।
তবে অনেক বিশেষজ্ঞই বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করে কোনো ধারণা না করতে সতর্ক করে দিয়েছেন। যুক্তরাজ্যে ক্যান্সার গবেষণা কেন্দ্রের ক্যান্সার ইনফরমেশন বিভাগের প্রধান নার্স মার্টিন লেডউয়িক বলেন, এই সময়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনোটা ঠিক হবে না। যারা ক্যান্সার রোগী তাঁদের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিৎ।
গত বছর ইতালির ক্রেমোনা হাসপাতালেও করোনায় আক্রান্ত হওয়ার পর এক ব্যক্তি ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনাটি অ্যাকটা বায়ো মেডিকা জার্নালে প্রকাশ হয়।
করোনায় আক্রান্ত হওয়ার পর ব্লাড ক্যান্সার থেকে সেরে উঠেছেন যুক্তরাজ্যের ৬১ বছর বয়সী এক লোক। চিকিৎসকরা ধারণা করছেন, করোনার কারণে ওই ব্যক্তির দেহে টিউমার প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে। আর এতেই ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত গ্রীষ্মে যুক্তরাজ্যের রয়েল কর্নওয়াল হাসপাতালে পরীক্ষা করার পর ওই ব্যক্তির দেহে হজকিন্স লিম্ফোমা নামের ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ২ হাজার ১০০ জন মানুষ এই রোগে আক্রান্ত হন।
হজকিন্স লিম্ফোমা হলে রক্তের শ্বেত কণিকার সংখ্যা অত্যধিক বেড়ে যায় এবং লিম্ফ নোডে ছড়িয়ে পড়ে। লিম্ফ নোড হলো শিমের বীজের আকারের একটি গ্রন্থি যেটি গলায়, তলপেট এবং কুঁচকিতে থাকে। হজকিন্স লিম্ফোমা আক্রান্ত হলে রোগী পাঁচ বছর বা এর চেয়ে কিছু বেশি বাঁচে না।
ক্যান্সারের চিকিৎসা শুরু হওয়ার আগেই ওই ব্যক্তি করোনা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর তাঁর ক্যান্সারের পরীক্ষা করা হয়। দেখা যায় যে ওই ব্যক্তির শরীরে আর ক্যান্সারের অস্তিত্ব নেই। হজকিন্স লিম্ফোমা থেকে হঠাৎ সেরে ওঠা সম্ভব। তবে এটি বিরল ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে কয়েক ডজন এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের হেমাটোলজি জার্নালেও ওই ব্যক্তির ক্যান্সার থেকে সেরে ওঠার ঘটনা উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে রয়েল কর্নওয়াল হাসপাতালের চিকিৎসক ড. সারাহ চ্যাল্লোনের বলেন, আমাদের ধারণা, করোনা টিউমার প্রতিরোধী ক্ষমতা তৈরি করেছে।
করোনা থেকে সেরে ওঠার পর শরীরে যে টি-সেল তৈরি হয় সেটি হয়তো ক্যান্সারের কোষকে আক্রমণ করেছে এবং এতেই ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন- এমনটিই মনে করছেন ড. সারাহর মতো বিশেষজ্ঞরা।
তবে অনেক বিশেষজ্ঞই বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করে কোনো ধারণা না করতে সতর্ক করে দিয়েছেন। যুক্তরাজ্যে ক্যান্সার গবেষণা কেন্দ্রের ক্যান্সার ইনফরমেশন বিভাগের প্রধান নার্স মার্টিন লেডউয়িক বলেন, এই সময়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনোটা ঠিক হবে না। যারা ক্যান্সার রোগী তাঁদের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিৎ।
গত বছর ইতালির ক্রেমোনা হাসপাতালেও করোনায় আক্রান্ত হওয়ার পর এক ব্যক্তি ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনাটি অ্যাকটা বায়ো মেডিকা জার্নালে প্রকাশ হয়।
সুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
১ ঘণ্টা আগেঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
৩ ঘণ্টা আগেইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
৩ ঘণ্টা আগেআশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
৪ ঘণ্টা আগে