অনলাইন ডেস্ক
গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় অনুমোদনবিহীন সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭৩ বছর বয়সী জিমি লাই বেইজিংয়ের কট্টর সমালোচক হংকংয়ের অ্যাপল ডেইলি পত্রিকার প্রতিষ্ঠাতা। এই রায় এমন এক সময়ে এল যখন মূল ভূখণ্ড চীন হংকংয়ে নাগরিক অধিকার ও স্বাধীনতা ব্যাপকভাবে দমন করছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের জেলা আদালতের বিচারক আমান্ডা উডকক আজ শুক্রবার জিমি লাইকে ১৫ মাসের কারাদণ্ড দেন। পরে এই শাস্তি ৩ মাস কমিয়ে ১২ মাস করা হয়। একই মামলায় হংকংয়ের প্রধান বিরোধী দলের নেতা ও ৮২ বছর বয়সী প্রবীণ আইনপ্রণেতা মার্টিন লিকে ১১ মাসের স্থগিত কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এ সপ্তাহের শুরুতে কারাগার থেকে পাঠানো জিমি লাইয়ের একটি হাতে লেখা চিঠি অ্যাপল ডেইলি প্রকাশ করে। চিঠিতে লাই লিখেছেন, ‘সাংবাদিক হিসেবে বিচার দাবি করা আমাদের দায়িত্ব। যতক্ষণ না আমরা অন্যায় প্রলোভনে অন্ধ হয়ে না থাকি, যতক্ষণ না আমরা মন্দকে আমাদের মধ্যে চালিত হতে না দিই, আমরা আমাদের দায়িত্ব পালন করছি।’
লাইয়ের বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগ হংকংয়ে নতুন কার্যকর হওয়া জাতীয় নিরাপত্তা আইনের আওতায়। এর শাস্তি হিসেবে লাইয়ের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
উল্লেখ্য, গত বছর চীন হংকংয়ে নতুন আইন কার্যকর করে। ওই আইনে বিচ্ছিন্নতাবাদ ও সরকারের কর্তৃত্ব না মানাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ মাসের শুরুতে মূল ভূখণ্ডের প্রতি আরও আনুগত্য নিশ্চিত করতে বেইজিং এ অঞ্চলের নির্বাচনী বিধিগুলো সংস্কার করে।
গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় অনুমোদনবিহীন সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭৩ বছর বয়সী জিমি লাই বেইজিংয়ের কট্টর সমালোচক হংকংয়ের অ্যাপল ডেইলি পত্রিকার প্রতিষ্ঠাতা। এই রায় এমন এক সময়ে এল যখন মূল ভূখণ্ড চীন হংকংয়ে নাগরিক অধিকার ও স্বাধীনতা ব্যাপকভাবে দমন করছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের জেলা আদালতের বিচারক আমান্ডা উডকক আজ শুক্রবার জিমি লাইকে ১৫ মাসের কারাদণ্ড দেন। পরে এই শাস্তি ৩ মাস কমিয়ে ১২ মাস করা হয়। একই মামলায় হংকংয়ের প্রধান বিরোধী দলের নেতা ও ৮২ বছর বয়সী প্রবীণ আইনপ্রণেতা মার্টিন লিকে ১১ মাসের স্থগিত কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এ সপ্তাহের শুরুতে কারাগার থেকে পাঠানো জিমি লাইয়ের একটি হাতে লেখা চিঠি অ্যাপল ডেইলি প্রকাশ করে। চিঠিতে লাই লিখেছেন, ‘সাংবাদিক হিসেবে বিচার দাবি করা আমাদের দায়িত্ব। যতক্ষণ না আমরা অন্যায় প্রলোভনে অন্ধ হয়ে না থাকি, যতক্ষণ না আমরা মন্দকে আমাদের মধ্যে চালিত হতে না দিই, আমরা আমাদের দায়িত্ব পালন করছি।’
লাইয়ের বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগ হংকংয়ে নতুন কার্যকর হওয়া জাতীয় নিরাপত্তা আইনের আওতায়। এর শাস্তি হিসেবে লাইয়ের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
উল্লেখ্য, গত বছর চীন হংকংয়ে নতুন আইন কার্যকর করে। ওই আইনে বিচ্ছিন্নতাবাদ ও সরকারের কর্তৃত্ব না মানাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ মাসের শুরুতে মূল ভূখণ্ডের প্রতি আরও আনুগত্য নিশ্চিত করতে বেইজিং এ অঞ্চলের নির্বাচনী বিধিগুলো সংস্কার করে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
৩ মিনিট আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
১৯ মিনিট আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
৩৭ মিনিট আগেএটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
২ ঘণ্টা আগে