অনলাইন ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আহুত জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই ভার্চ্যুয়াল সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন এই দুই নেতা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক কার্বন নিঃসরণের হার কমিয়ে আনার বিষয়ে ২০১৫ সালে হওয়া বৈশ্বিক সমঝোতা প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলন আহ্বান করেন। করোনা পরিস্থিতির কারণে ভার্চ্যুয়াল পরিসরে আয়োজিত এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যোগ দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
সম্মেলনে সি চিন পিং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং। আজ বুধবার দেওয়া এ সম্পর্কিত বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ব রাজনীতির মঞ্চে চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বীর অবস্থানে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হিসেবে গত কয়েক বছর ধরেই চীনকে চিহ্নিত করে আসছে ওয়াশিংটন। বিভিন্ন দেশের ওপর নিজেদের আধিপত্য বিস্তার নিয়েও দুই দেশ লড়াই করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দু দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।
বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত মাসে আলাস্কায় প্রথমবারের মতো দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসেন। যদিও এই বৈঠকে তেমন বড় কোনো অগ্রগতি হয়নি শেষ পর্যন্ত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি চীন সফর করেন। সফরকালে উভয় পক্ষই এই দশকে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সম্মত হন। এবার কার্বন নিঃসরণ কমানোর প্রশ্নে আয়োজিত জলবায়ু সম্মেলনে বিশ্বের দুই শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ এক মঞ্চে আসাটা আশাবাদী করছে অনেককে।
ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আহুত জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই ভার্চ্যুয়াল সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন এই দুই নেতা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক কার্বন নিঃসরণের হার কমিয়ে আনার বিষয়ে ২০১৫ সালে হওয়া বৈশ্বিক সমঝোতা প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলন আহ্বান করেন। করোনা পরিস্থিতির কারণে ভার্চ্যুয়াল পরিসরে আয়োজিত এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যোগ দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
সম্মেলনে সি চিন পিং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং। আজ বুধবার দেওয়া এ সম্পর্কিত বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ব রাজনীতির মঞ্চে চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বীর অবস্থানে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হিসেবে গত কয়েক বছর ধরেই চীনকে চিহ্নিত করে আসছে ওয়াশিংটন। বিভিন্ন দেশের ওপর নিজেদের আধিপত্য বিস্তার নিয়েও দুই দেশ লড়াই করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দু দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।
বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত মাসে আলাস্কায় প্রথমবারের মতো দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসেন। যদিও এই বৈঠকে তেমন বড় কোনো অগ্রগতি হয়নি শেষ পর্যন্ত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি চীন সফর করেন। সফরকালে উভয় পক্ষই এই দশকে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সম্মত হন। এবার কার্বন নিঃসরণ কমানোর প্রশ্নে আয়োজিত জলবায়ু সম্মেলনে বিশ্বের দুই শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ এক মঞ্চে আসাটা আশাবাদী করছে অনেককে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
১৪ মিনিট আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
৩০ মিনিট আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
১ ঘণ্টা আগেএটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
২ ঘণ্টা আগে