অনলাইন ডেস্ক
ঢাকা: মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে চীনের নভোযান। আরও ভালো করে বললে ঝুরং নামের একটি রোভার রোবট এ মঙ্গল স্পর্শের গৌরবের অধিকারী হয়েছে। ঝুরং আজ শনিবার মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ঝুরং এর মঙ্গল স্পর্শের মধ্য দিয়ে চীন পরিণত হলো মঙ্গল জয় করা দ্বিতীয় দেশে। এর আগে শুধু যুক্তরাষ্ট্রই মঙ্গল গ্রহের ভূমি স্পর্শ করতে পেরেছে। এ হিসাবে বলাই যায় মহাকাশেও দুই দেশ টক্কর দিচ্ছে সেয়ানে সেয়ানে।
লালচে গ্রহটিকে ঘিরে মানুষের কল্পনার শেষ নেই। সর্বশেষ প্রয়াত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংও মঙ্গলে বসতি স্থাপনের বাস্তবতার কথা উল্লেখ করে গেছেন। এর কারণ হিসেবে অবশ্য তিনি বলে গেছেন, মানুষের অপরিণামদর্শী কার্যক্রমের কথা। তাঁর এই মঙ্গলে বসতি স্থাপনের সম্ভাবনার পেছেন আছে আসলে এক ধরনের সতর্কতা সংকেত। তবে বিশ্বের শক্তিশালী দেশগুলো একে ঠিক সতর্কতা হিসেবে না নিয়ে বরাবরের মতোই একে নিয়েছে প্রতিযোগিতা হিসেবে। এবার এই প্রতিযোগিতায় চীন অনেকটাই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল।
চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। তিয়ানওয়েন-১ নভোযানে করে মঙ্গলে পাঠানো হয়েছে এ রোভার রোবটকে। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
সিনহুয়ার খবরে বলা হয়, চীনের তিয়ানওয়েন-১ নামের নভোযান মঙ্গল গ্রহের ইউটোপিয়া প্লানেশিয়া নামের বিস্তৃত সমভূমিতে অবতরণ করে। এর মধ্য দিয়ে মঙ্গলের বুকে প্রথমবারের মতো চীনের পদছাপ পড়ল। এই অভিযানে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
প্রেসিডেন্ট সি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য যথেষ্ট সাহসী ছিলেন আপনারা। মহাকাশ গবেষণায় আপনারা আমাদের দেশকে দক্ষতার সঙ্গে আরেক ধাপ এগিয়ে নিলেন। আপনাদের এই অসাধারণ অর্জনের কথা এই জাতি এই দেশ সব সময় স্মরণের রাখবে।'
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার বেইজিংয়ের সময় রাত ১টার দিকে নভোযানটি মঙ্গলের বুকে অবতরণ করে। এ সময় ঝুরং নামের রোভার রোবটটিকে মঙ্গলের বুকে পাঠানো হয়। এটি মঙ্গলে নেমে নিজের সোলার প্যানেল ওপেন করে ৩২ কোটি কিলোমিটার দূরে থাকা কন্ট্রোল রুমে সিগনাল পাঠাতে ১৭ মিনিট সময় নেয়। এই ঝুরং রোবটটি এখন মঙ্গলের বুকে ঘুরে বেড়াবে, সংগ্রহ করবে নানা নমুনা ও তথ্য। অবশ্যই এসব তথ্য ও নমুনার একটি অন্যতম লক্ষ্য থাকবে মঙ্গলে প্রাণের অস্তিত্বের সূত্রের অনুসন্ধান।
ঢাকা: মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে চীনের নভোযান। আরও ভালো করে বললে ঝুরং নামের একটি রোভার রোবট এ মঙ্গল স্পর্শের গৌরবের অধিকারী হয়েছে। ঝুরং আজ শনিবার মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ঝুরং এর মঙ্গল স্পর্শের মধ্য দিয়ে চীন পরিণত হলো মঙ্গল জয় করা দ্বিতীয় দেশে। এর আগে শুধু যুক্তরাষ্ট্রই মঙ্গল গ্রহের ভূমি স্পর্শ করতে পেরেছে। এ হিসাবে বলাই যায় মহাকাশেও দুই দেশ টক্কর দিচ্ছে সেয়ানে সেয়ানে।
লালচে গ্রহটিকে ঘিরে মানুষের কল্পনার শেষ নেই। সর্বশেষ প্রয়াত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংও মঙ্গলে বসতি স্থাপনের বাস্তবতার কথা উল্লেখ করে গেছেন। এর কারণ হিসেবে অবশ্য তিনি বলে গেছেন, মানুষের অপরিণামদর্শী কার্যক্রমের কথা। তাঁর এই মঙ্গলে বসতি স্থাপনের সম্ভাবনার পেছেন আছে আসলে এক ধরনের সতর্কতা সংকেত। তবে বিশ্বের শক্তিশালী দেশগুলো একে ঠিক সতর্কতা হিসেবে না নিয়ে বরাবরের মতোই একে নিয়েছে প্রতিযোগিতা হিসেবে। এবার এই প্রতিযোগিতায় চীন অনেকটাই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল।
চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। তিয়ানওয়েন-১ নভোযানে করে মঙ্গলে পাঠানো হয়েছে এ রোভার রোবটকে। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
সিনহুয়ার খবরে বলা হয়, চীনের তিয়ানওয়েন-১ নামের নভোযান মঙ্গল গ্রহের ইউটোপিয়া প্লানেশিয়া নামের বিস্তৃত সমভূমিতে অবতরণ করে। এর মধ্য দিয়ে মঙ্গলের বুকে প্রথমবারের মতো চীনের পদছাপ পড়ল। এই অভিযানে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
প্রেসিডেন্ট সি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য যথেষ্ট সাহসী ছিলেন আপনারা। মহাকাশ গবেষণায় আপনারা আমাদের দেশকে দক্ষতার সঙ্গে আরেক ধাপ এগিয়ে নিলেন। আপনাদের এই অসাধারণ অর্জনের কথা এই জাতি এই দেশ সব সময় স্মরণের রাখবে।'
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার বেইজিংয়ের সময় রাত ১টার দিকে নভোযানটি মঙ্গলের বুকে অবতরণ করে। এ সময় ঝুরং নামের রোভার রোবটটিকে মঙ্গলের বুকে পাঠানো হয়। এটি মঙ্গলে নেমে নিজের সোলার প্যানেল ওপেন করে ৩২ কোটি কিলোমিটার দূরে থাকা কন্ট্রোল রুমে সিগনাল পাঠাতে ১৭ মিনিট সময় নেয়। এই ঝুরং রোবটটি এখন মঙ্গলের বুকে ঘুরে বেড়াবে, সংগ্রহ করবে নানা নমুনা ও তথ্য। অবশ্যই এসব তথ্য ও নমুনার একটি অন্যতম লক্ষ্য থাকবে মঙ্গলে প্রাণের অস্তিত্বের সূত্রের অনুসন্ধান।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
১৭ মিনিট আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
৩৩ মিনিট আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
১ ঘণ্টা আগেএটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
৩ ঘণ্টা আগে