আজকের পত্রিকা ডেস্ক
ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতির নমুনা পাওয়া গেছে চীনে। আয়তনের দিক থেকে সেই প্রজাতির ডাইনোসরগুলো ছিল প্রায় নীল তিমির সমান। বিজ্ঞানীদের ধারণা, ১২ থেকে ১৩ কোটি বছর আগে ডাইনোসরের এই প্রজাতিগুলো পৃথিবীতে বিচরণ করত।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং থেকেই ডাইনোসরের জীবাশ্মগুলো পাওয়া গেছে। সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন গবেষকেরা। নমুনাগুলো পরীক্ষা করে চীনা একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা দেখতে পান, এগুলো ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতি। ইতিপূর্বে এই প্রজাতির ডাইনোসরের নমুনা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। পরে দুটি প্রজাতির মধ্যে একটির নামকরণ করা হয়, সিলুটাইটান সিনেসিস বা সিলু। যার অর্থ হলো সিল্ক রোড। অন্যটির দেওয়া হয়, হামিটাইটান জিনজিয়াংগেনসিস। অর্থাৎ যেখানে নমুনাটি পাওয়া গিয়েছিল সেই এলাকার নামের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হয়।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলু প্রজাতির ডাইনোসরগুলোর একেকটি ২০ মিটারেরও বেশি লম্বা হতো এবং হামিটাইটান প্রজাতির ডাইনোসরগুলো হতো ১৭ মিটারের কাছাকাছি। সমুদ্রে যেসব নীল তিমি বসবাস করে সেগুলোর একেকটি ২৩ থেকে ৩০ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
গবেষণায় বেরিয়ে এসেছে আবিষ্কার হওয়া প্রজাতিগুলো ডাইনোসরের সওরোপড গোত্রের ছিল। এ ধরনের ডাইনোসরের ঘাড় অনেক দীর্ঘ হয়। আর এরা সাধারণত উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করত।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, এশিয়ার মধ্যে এ ধরনের মেরুদণ্ডী ডাইনোসরের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্পূর্ণ নতুন ঘটনা। এর আগে গত এপ্রিলে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিংয়ে উড়তে পারত এমন ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এ ছাড়া গত বছর ডাইনোসর বিশেষজ্ঞরা চীন থেকেই আরও একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। ধারণা করা হয়, সেই ডাইনোসরটি সাড়ে ১২ কোটি বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল।
ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতির নমুনা পাওয়া গেছে চীনে। আয়তনের দিক থেকে সেই প্রজাতির ডাইনোসরগুলো ছিল প্রায় নীল তিমির সমান। বিজ্ঞানীদের ধারণা, ১২ থেকে ১৩ কোটি বছর আগে ডাইনোসরের এই প্রজাতিগুলো পৃথিবীতে বিচরণ করত।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং থেকেই ডাইনোসরের জীবাশ্মগুলো পাওয়া গেছে। সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন গবেষকেরা। নমুনাগুলো পরীক্ষা করে চীনা একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা দেখতে পান, এগুলো ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতি। ইতিপূর্বে এই প্রজাতির ডাইনোসরের নমুনা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। পরে দুটি প্রজাতির মধ্যে একটির নামকরণ করা হয়, সিলুটাইটান সিনেসিস বা সিলু। যার অর্থ হলো সিল্ক রোড। অন্যটির দেওয়া হয়, হামিটাইটান জিনজিয়াংগেনসিস। অর্থাৎ যেখানে নমুনাটি পাওয়া গিয়েছিল সেই এলাকার নামের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হয়।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলু প্রজাতির ডাইনোসরগুলোর একেকটি ২০ মিটারেরও বেশি লম্বা হতো এবং হামিটাইটান প্রজাতির ডাইনোসরগুলো হতো ১৭ মিটারের কাছাকাছি। সমুদ্রে যেসব নীল তিমি বসবাস করে সেগুলোর একেকটি ২৩ থেকে ৩০ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
গবেষণায় বেরিয়ে এসেছে আবিষ্কার হওয়া প্রজাতিগুলো ডাইনোসরের সওরোপড গোত্রের ছিল। এ ধরনের ডাইনোসরের ঘাড় অনেক দীর্ঘ হয়। আর এরা সাধারণত উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করত।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, এশিয়ার মধ্যে এ ধরনের মেরুদণ্ডী ডাইনোসরের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্পূর্ণ নতুন ঘটনা। এর আগে গত এপ্রিলে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিংয়ে উড়তে পারত এমন ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এ ছাড়া গত বছর ডাইনোসর বিশেষজ্ঞরা চীন থেকেই আরও একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। ধারণা করা হয়, সেই ডাইনোসরটি সাড়ে ১২ কোটি বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
৪ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৫ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
৫ ঘণ্টা আগে