চীনের আরও ২ অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০৯: ৫৬

চীনে ফের ভয়াবহ করোনার সংক্রমণ দেখে দিয়েছে। দেশটির আরও দুটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আজ শনিবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

জানা গেছে, চীনের এই দুই অঞ্চলের মধ্যে ৩ কোটি ১০ লাখ জনসংখ্যার একটি মেগাসিটি রয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে বলা হয়, ফুজিয়ান প্রদেশ এবং চংকিং পৌরসভায় ৫৫ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর আগে চীনের চারটি প্রদেশ এবং বেইজিংয়ে ডেলটা ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে প্রথমবারের মতো করোনাভাইরাস মহামারি দেখা দিয়েছে। সেখানে প্রায় ২০০ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। ২০ জুলাই শহরটির ব্যস্ততম বিমানবন্দরে প্রথম করোনা শনাক্ত হয়। চিয়াংসু প্রদেশের হাজার হাজার মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া নানচিং শহরের ৯২ লাখ মানুষকে দুবার করে করোনা পরীক্ষা করা হয়েছে।
 
এদিকে হুনান প্রদেশের পর্যটননগরী ঝাংজিয়াজিতে একটি মঞ্চনাটকের প্রদর্শনী থেকে বেশ কয়েকজনকে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। পরে ওই শহরের ১৫ লাখ মানুষকে লকডাউনের আওতায় নেওয়া হয়েছে। এ ছাড়া শহরটির সব পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। 

বেইজিংয়ের চাংপিং জেলায় দুজন স্থানীয়ভাবে সংক্রমিত করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে সেখানকার নয়টি কমিউনিটিতে লকডাউন শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত